AR Rahman Health Update: সত্যিই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এ.আর.রহমান? প্রকৃত ঘটনা জানাল অস্কারজয়ী সুরকারের টিম

AR Rahman Health: অস্কারজয়ী সুরকার এ.আর.রহমান হসপাতালে ভর্তি। তাঁর খোঁজ খবর নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এখন কেমন আছেন রহমান? কী জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রকাশ্যে নেপথ্য কারন।

AR Rahman Health: অস্কারজয়ী সুরকার এ.আর.রহমান হসপাতালে ভর্তি। তাঁর খোঁজ খবর নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এখন কেমন আছেন রহমান? কী জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন প্রকাশ্যে নেপথ্য কারন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
এ.আর.রহমানের হাসপাতালে ভর্তির নেপথ্য কারন জানাল অস্কারজয়ী সুরকারের টিম

এ.আর.রহমানের হাসপাতালে ভর্তির নেপথ্য কারন জানাল অস্কারজয়ী সুরকারের টিম

AR Rahman Latest News:  ১৬ মার্চ রবিবাসরীয় সকালে অসুস্থ হয় পড়েন এ.আর. রহমান। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সকাল সাড়ে সাতটা নাগাদ বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসক প্রথমেই ইসিজি ও ইকোকার্ডিওগ্রাম করেছেন। হাসপাতাল সূত্রে খবর, এ.আর. রহমানের অ্যাঞ্জিওগ্রাম করা হতে পারে। অস্কারজয়ী সুরকারের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে। ৫৮ বছর বয়সী এ.আর. রহমানের অসুস্থতার খবর পেয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK Stalin তাঁর খবর নিয়েছেন। চিকিৎসকদের সঙ্গে অস্কারজয়ী সুরকারের শারীরিক অবস্থা নিয়ে ফোনে কথা বলেছেন। এক্স হ্যান্ডেলে MK Stalin রহমানের হেলথ আপডেট শেয়ার করে জানিয়েছেন, তিনি এখন বিপন্মুক্ত। শীঘ্রই বাড়ি ফিরবেন।  

Advertisment

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী লিখেছেন, 'আমার কাছে খবর এল এ.আর.রহমান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তখনই আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ওঁর শারীরিক অবস্থা এখন কেমন সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আমাকে চিকিৎসকরা বলেছেন, এখন অবস্থা স্থিতিশীল। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। খবরটা শুনে আমি খুশি হয়েছি।' মুখ্যমন্ত্রীর ছেলে Udhay Stalin রহমানের দ্রুত আরোগ্য কামনা করে লিখেছেন, 'আমি মিউজিক ম্যাস্ট্রো এ.আর. রহমানের দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন।'

Advertisment

রহমানের টিমের তরফে অভিযোগ, রহমানের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর রটানো হয়েছে। তিনি বুকে ব্যথার জন্য ভর্তি হননি। বরং একটানা ট্রাভেলের জন্য ডিহাইড্রেশনের সঙ্গে ঘাড়েও ব্যথা হয়েছিল। সেই জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্কারজয়ী সুরকারের টিমের তরফে জানানো হয়েছে, 'যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। ডিহাইড্রেশন ও ঘাড়ে ব্যথার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটানা ট্রাভেলের জন্যই শরীর খারাপ হয়েছে। ' ANI-এর রিপোর্ট অনুযায়ী, রবিবারই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। 

উল্লেখ্য, কয়েকদিন আগে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ.আর.রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা বানু। সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছিলেন সায়নার আইনজীবী বন্দনা শাহ। বিবাহবিচ্ছেদের পরও সায়রার পাশে ছিলেন রহমান। সেই পোস্টে উল্লেখ করেছিলেন, স্বস্ত্রীক সুরকার ও সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি সহ সায়রার প্রাক্তন স্বামী এ.আর.রহমানের নাম, যাঁরা কঠিন সময়ে তাঁর পাশে ছিলেন।

Bollywood Song Bollywood News bollywood movie A. R. Rahman