Advertisment
Presenting Partner
Desktop GIF

অনলাইনে ফাঁস 'গল্লি বয়', সৌজন্যে তামিলরকার্স

বিভিন্ন ভাষার ছবি অনলাইনে লিক করে দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই জনপ্রিয় তামিলরকার্স। কর্তৃপক্ষ তাদের আটকাতে ব্যর্থ কারণ তারা প্রতিনিয়ত তাদের ডোমেন পরিবর্তন করে চলে।

author-image
IE Bangla Web Desk
New Update
ranveer-singh-gully-boy

ফের হানা তামিলরকার্সের! এবার তাদের নিশানায় সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'গল্লি বয়'। অনলাইনে ফাঁস হল রণবীর সিং ও আলিয়া ভাটের এই ছবি। বৃহস্পতিবার মুক্তি পায় জোয়া আখতার পরিচালিত ছবিটি, এবং বড়পর্দায় মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সেটি ফাঁস করে দেয় তামিলরকার্স। ছবিতে আলিয়া-রণবীর ছাড়াও রয়েছেন কলকি কোয়েচলিন, বিজয় রাজ, সিদ্ধান্ত চতুর্বেদীর মতো অভিনেতারা।

Advertisment

কুখ্যাত পাইরেসি সাইট তামিলরকার্সের হাত থেকে রেহাই পায়নি কঙ্গনা রানাওয়াতের সাম্প্রতিক ছবি 'মণিকর্নিকা'। কিছুদিন আগে ‘উরি’ ফাঁস করার পর আদালত সতর্কবার্তাও দিয়েছে সাইটের উদ্দেশ্যে। কিন্তু তাতেও কোন হেলদোল লক্ষ্য করা যায়নি। মুক্তির দিনই তামিলরকার্স অনলাইনে ফাঁস করে নওয়াজউদ্দিন সিদ্দিকীর ছবি ‘ঠাকরে’।

আরও পড়ুন, Gully Boy review: ছবিটা আপনাকে আনন্দ দেবে

‘হোয়াই চিট ইন্ডিয়া’ এবং ‘দি অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সিম্বা’, ‘জিরো’-র মতো ছবিও সম্প্রতি শিকার হয়েছে ফিল্ম পাইরেসির। প্রত্যেকটি ছবি মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফাঁস হয়েছে অনলাইনে। দক্ষিণ ভারতে ‘কেজিএফ’, ‘2.0’, ‘সরকার’, ‘পেট্টা’, ‘ব্লাফ মাস্টার’-এর মতো ছবিও পাইরেসির কবলে পড়েছে। কেবলমাত্র দেশীয় ছবি নয়, হলিউডের জনপ্রিয় ছবিও ফাঁস হয়েছে অনলাইনে।

বিভিন্ন ভাষার ছবি অনলাইনে লিক করে দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই জনপ্রিয় তামিলরকার্স। কর্তৃপক্ষ তাদের আটকাতে ব্যর্থ কারণ তারা প্রতিনিয়ত তাদের ডোমেন পরিবর্তন করে চলে। এইচ ডি কোয়ালিটির প্রিন্ট তারা ফাঁস করে দেয়। মাদ্রাজ হাইকোর্ট ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ১২,০০০ ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ২,০০০ ওয়েবসাইট ছিল তামিলরকার্সের। কিন্তু তাতেও দমানো গেল না পাইরেসির দৌরাত্ম্য।

bollywood Ranveer Singh alia bhatt TamilRockers
Advertisment