‘নীল এন নিকি’-র অভিনেত্রী তনিশা মুখোপাধ্যায়ের জন্মদিন ছিল ৩ মার্চ। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও মা-এর সঙ্গেই তাঁর বিশেষ দিনটি পালন করেন ৪২ বছরের প্রাক্তন নায়িকা। একটি রিসর্টে পুল পার্টি করেন তাঁরা। বলা চলে, তনিশাকে সারপ্রাইজ দেন তাঁর বন্ধুরা।
এরই মধ্যে একটি ছবিতে দেখা গেল সুইমস্যুটে তনুজা। সবসময়ের মতো এখানেও অনবদ্য দেখাচ্ছিল বর্ষীয়ান অভিনেত্রীকে। বয়স যে কোনও সমস্যাই নয় তা আবার প্রমাণ করলেন তিনি। বলতেই হচ্ছে, তনুজার ছবিটি দেখার পর এখনও প্রথমসারির অভিনেত্রীদের বেগ পেতে হতে পারে।
আরও পড়ুন, রজঃস্বলা না হলে তবেই রুগী দেখতে পাবেন কাদম্বিনী
কিছু মুহূর্ত ফ্যানেদের সঙ্গেও শেয়ার করে নিয়েছেন নায়িকা। সোশাল মিডিয়ায় বিচ ওয়্যারে কিছু ছবি পোস্ট করেছেন তনিশা। তিনি লেখেন, মাই গার্লস! আমার জন্মদিনটা সুন্দর করে তোলার জন্য ধন্যবাদ। এভাবে পরিকল্পনা করে দিনটি আরও বিশেষ করে তুললে।
আরও একটি পোস্টে কেক কাটার ভিডিও, ছবি শেয়ার করেন অভিনেত্রী। যেখানে মা, বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন তিনি।
আরও পড়ুন, ‘বঙ্গবন্ধু’ বায়োপিক: পর্দায় হাসিনা নুসরত, মুজিবুরের ভূমিকায় কে জানেন?
তবে উপস্থিত থাকতে পারেননি কাজল। বোনের সঙ্গে একটা পুরনো ছবি শেয়ার করে তনিশাকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী।
View this post on Instagram
Hey You….. Happy happy birthday you sweet girl. Wish you the world????❤❤❤❤❤❤ #Devi @tanishaamukerji
২০০৩ সালে নিজের ফিল্ম কেরিয়ার শুরু করেন তনিশা। থ্রিলার ইশশ-দিয়ে ডেবিউ করেন তিনি। এরপরে ওয়ান টু থ্রি, সরকার এবং নিল এন নিকি-পরপর কয়েকটি ছবি করেন তনিশা। বিগ বসের সপ্তম সিজনে প্রতিযোগীও ছিলেন তনুজা কন্যা। তারপরেই কেমন হঠাৎ করেই হারিয়ে গেলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন