Tanishaa Mukerji: রিল বানাতে ফিনফিনে শাড়ির আঁচল উড়িয়ে মহাকুম্ভে তানিশা! 'নোংরা জল' মন্তব্যে ধিক্কার কাজলের বোনকে

Tanishaa Mukerji Photoshoot: ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গিয়ে কটাক্ষের শিকার হলেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। লাল রঙের পাতলা ফিনফিনে শাড়ির আঁচল উড়িয়ে রিল বানিয়েছেন অভিনেত্রী। সেই সঙ্গে ওখানকার জল নোংরা বলেও মন্তব্য করেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রিল বানাতে ফিনফিনে শাড়ির আঁচল উড়িয়ে মহাকুম্ভে তানিশা!

রিল বানাতে ফিনফিনে শাড়ির আঁচল উড়িয়ে মহাকুম্ভে তানিশা!

Tanishaa Mukerji Trolled: পুণ্যস্নানের জন্য মহাকুম্ভে লাখ লাখ মানুষের ভিড়। ঘটেছে দুর্ঘটনাও। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। আহত অনেকেই। তবুও সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেরই মহাকুম্ভে ভিড় জমাচ্ছেন। সেই তালিকার নয়া সংযোজন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। তবে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করতে গিয়ে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী। পাতলা ফিনফিনে লাল শাড়ি পরে পুণ্যস্নান করেন। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ছবি-ভিডিও শেয়ার করেছেন। এরপরই কাজলের বোন তানিশার দিকে ধেয়ে আসে কটাক্ষ। 

Advertisment

মহাকুম্ভ থেকে রূপোলি দুনিয়ার প্রায় সকলেই নিজেদের ছবি-ভিডিও শেয়ার করেছেন। কিন্তু, তানিশার ক্ষেত্রে আপত্তিকর কোন বিষয়টি নেটিজেনদের নজর কাড়ল? ফিল্মি কায়দায় ফটোশুটের মতো শাড়ির আঁচল উড়িয়ে রিল শেয়ার করেছেন তানিশা। ধর্মীয় স্থানে এইধরনের ছবি-ভিডিও দৃষ্টিকটূ বলে মনে করেন নেটনাগরিকের একাংশ। সেই সঙ্গে অভিনেত্রীর একটি বক্তব্য ঘিরেও শুরু হয়েছে চর্চা। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিপিং বেশ ভাইরাল। যেখানে তানিশাকে আরও একবার এই এই পবিত্র জলে ডুব দিতে বললে তিনি বলছেন, 'এটা খুব নোংরা।' তবে ক্যামেরায় পোজের জন্য রাজি হয়ে গিয়ে তানিশা বলেন, 'ঠিক আছে, আর একবার দিচ্ছি।' এরপর নাক টিপে ডুব দেন তানিশা। তারপর এক ভদ্রমহিলাকে জলে নামিয়ে তার সঙ্গে ছবিও তোলেন। তানিশার এই আচরণে নেটিজনদের মন্তব্য, তিনি মহাকুম্ভ পুণ্যস্নানের জন্য নয়, ফটোশুট করতে এসেছেন। 

এটা সিনেমার সেট নয় বলেও তানিশাকে খোঁচা মেরেছেন এক নেটনাগরিক। কেউ আবার সুর চড়িয়ে বলেছেন, 'পবিত্র স্থানে এসে নাটক করছেন।' অভিনেত্রীর উদ্দেশ্যে এক ব্যক্তির প্রশ্ন, 'এখানে পুজো করতে এসেছেন না সিনেমার শুটিং?' উল্লেখ্য, মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পবিত্র অমৃতস্নান করেত গিয়েছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী থেকে কন্ট্রোভার্সি ক্যুইন পুনম পাণ্ডে। এছাড়াও ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করেছেন রেমো ডি'সুজা, গুরু রন্ধাভা, মিলিন্দ সুমন সহ দক্ষিণের অনেক সেলেব। টলিপাড়া থেকে গিয়েছিলেন বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ শ্রীমা ভট্টাচার্য। 

Maha Kumbh 2025 Prayagraj Maha Kumbh Mela 2025 triveni sangam prayagraj