/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/tisha.jpg)
ভয়ঙ্কর পদক্ষেপ তিশার
বাংলাদেশ তারকাদের নিয়ে এপার বাংলায় চর্চা কম নেই। বিশেষ করে, তানজিন তিশা.. নায়িকাদের মধ্যে তাঁকে নিয়ে নিদারুণ চর্চা বিনোদন মহলে। তিনি নাকি আত্মহত্যা করতে চেয়েছেন। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিনেত্রী হাসপাতালে ভর্তি।
কারণ কী?
কেরিয়ারে তাঁর ভাটা নেই। অভিনেত্রী একের পর এক নাটকে অভিনয় করে চলেছেন। যখনই যার সঙ্গে জুটি বেঁধেছিলেন তখনই সেই নাটক সুপারহিট। তাহলে কেন? কানাঘুষো খবর, অভিনেত্রীর এই ভয়ঙ্কর সিদ্ধান্তের পেছনে দায়ী আরেক বিনোদন ব্যাক্তিত্ব ফারহান। নায়ক মুসফিক আর ফারহানের জন্যই নাকি তিনি পা বেড়িয়েছেন এইদিকে।
অভিনেতা এবং নায়ক ফারহানের সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন তিনি। সেগুলিও বেশ মাত্রায় হিট। অভিনেত্রীর সঙ্গে ফারহান নাটকের সঙ্গে সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন! সেই কারণেই এই বিপত্তি। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজের বাড়িতেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তানজিন তিশা।
বুধবার রাতে ঘটেছে এই ঘটনা। তিশা তাঁর বাড়ি থেকে ফারহানের ফ্ল্যাটে উত্তরায় গিয়েছিলেন। তাঁদের মধ্যে নাকি কিছুদিন ধরেই চলছিল গন্ডগোল। অশান্তির জেরেই কি তবে বাড়ি ফিরে এই কান্ড ঘটালেন। তিশাকে এরপর বাংলাদেশ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সুত্রের খবর, অভিনেত্রী বাড়ি ফিরেছেন। এখন ভাল আছেন। বাড়ি এসেই অনুরাগীদের উদ্বেগ কমাতে তিনি বার্তা দিয়েছেন। সকলের ভালবাসায় তিনি আবেগতাড়িত।
উল্লেখ্য, মুশফিকের ফোন সকাল থেকে অধরা। যদিও, তিশার সঙ্গে এর আগে নাম জড়িয়েছে অনেক তারকার। যোভান থেকে তৌসিফ এমনকি শিল্পী ইমরান, কানাঘুষো শোনা যায় অপূর্বর সংসার ভাঙ্গার পেছনেও নাকি তানজিন তিশার হাত রয়েছে।