সন্তানের ছোটখাটো বিপদেও মায়ের মন যে কু ডেকে ওঠে। সে যত বড় তারকাই হোক না কেন, অভিনেত্রী তনুজা ( Tanuja Samarth ) নিজেও আঁতকে উঠেছিলেন মেয়ে তানিশার খবর শুনে। ভেবেছিলেন মেয়ে আর নেই..
Advertisment
দুই সন্তান তনুজার। কাজল এবং তনুজা ( Kajol and Tanisha)। তাদেরকে নিয়েই জীবনের বিরাট সময় পার করেছেন। এক মেয়ে কাজল যেমন মাঝে সঝেই উল্টে পড়েন, আঘাত পান। অন্যদিকে তানিশা একবার মৃত্যুর মুখ থেকে ফিরেছেন। কিন্তু, মা তনুজার বুক ফাঁকা হয়ে গিয়েছিল সেদিনের সেই ঘটনায়। অভিনেত্রী, নিজের প্রথম শুটিং চলাকালীন মর্মান্তিক ঘটনার শিকার হন। প্রাণ হাতে করে বেচেঁ ফিরেছিলেন কোনমতে।
তানিশার ( Tanisha Chatterjee ) প্রথম ছবির শুটিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এবং সেই ঘটনার জেরে তিনি বেশ কিছুসময় অজ্ঞান ছিলেন। এতটাই জোরালো আঘাত লাগে যে, সেই ঘটনা আসলেই কী হয়েছিল সেটা তাঁর মনে নেই। একপ্রকার মেমোরি লস হয় তানিশার। অভিনেত্রীর এই অ্যাক্সিডেন্টের পর মা তানিশা বাকরুদ্ধ হয়ে পড়েন। অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন..
"প্রথম ছবির শুটিং করছি যখন মানালিতে তখন বিপদ ঘটে। সকলে ছিল একটি গাড়িতে। পেছনের চাকাটা স্কিট করল আর গাড়িটা পাল্টি খেল। সকলের হাত পা ভেঙেছিল। আর আমি গাড়ি থেকে উল্টে পরে গিয়েছিলাম বাইরে। উপরে গাড়িটা ছিল। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনও জ্ঞান ছিল না আমার। সেই তিন চারদিন আমার যে কিভাবে কেটেছে আমি জানতাম না। কিছু মনে নেই। মনে করতে চেয়েও পারি না।"
এখানেই শেষ না। তাঁর এই ভয়ঙ্কর বিপদের কথা শুনে মা তনুজা আঁতকে উঠেছিলেন। তানিশা বলেন, "আমার মা ভেবেছিলেন আমি আর বেঁচে নেই। উনি মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলেন। এখানে আর্তনাদ করতে শুরু করেছিলেন তিনি।" যদিও, এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। অভিনেত্রীকে চিকিৎসক বলেছিলেন, আর শুটিং করতে পারবেন না। কিন্তু, পরে যদিও সিনেমার কাজ শেষ করেন তিনি। একমাস বিছানায় কাটানোর পর তিনি কাজ শুরু করেন।