Advertisment

মহিলাদের প্রতি অশ্রদ্ধা পোষণ করেন নানা পাটেকর: তনুশ্রী দত্ত

আশিক বানায় আপনে অভিনেত্রী তনুশ্রী দত্ত মুখ খুললেন দশ বছর আগে তাঁকে হেনস্থা করার বিষয়ে। ৩৪ বছরের নায়িকা জানালেন, ২০০৯ সালে নানা পাটেকরের কাছে ওকে প্লিজ ছবির সেটে হেনস্থা হয়েছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তনুশ্রী দত্ত মুখ খুললেন দশ বছর আগে তাঁকে হেনস্থা করার বিষয়ে

প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত বেশ কয়েকবছর বিদেশে থাকার পর সদ্য ফিরেছেন দেশে। যখন ফ্যানেরা তাঁর সিলভার স্ক্রিনে ফিরে আসার অপেক্ষা করছেন ঠিক তখনই আশিক বানায়া আপনে অভিনেত্রী তনুশ্রী দত্ত মুখ খুললেন দশ বছর আগে তাঁকে হেনস্থা করার বিষয়ে। জুম টিভির একটি সাক্ষাৎকারে ৩৪ বছরের নায়িকা জানালেন, ২০০৯ সালে নানা পাটেকরের কাছে ওকে প্লিজ ছবির সেটে হেনস্থা হয়েছিলেন তিনি।

Advertisment

সাক্ষাৎকারে তনুশ্রী দাবী করেন, ইন্ডাস্ট্রির মধ্যেকার মানুষজন বিষয়টি সম্পর্কে জানেন কিন্তু কেউ মুখ খোলেননি। তিনি এও অভিযোগ করেন যে বর্ষীয়ান এই অভিনেতা সেটে মহিলাদেরকে অশ্রদ্ধা করে কথা বলেন। তিনি বলেন, ''প্রত্যেকে নানা পাটেকরের এই বিষয়টা জানেন যে উনি মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, অবজ্ঞা করে কথা বলেন। ইন্ডাস্ট্রির মানুষজন জানেন যে তিনি নায়িকাদের গায়ে হাত তুলেছেন এমনকি অনেকের শ্লীলতাহানিও করেছেন। মহিলাদের প্রতি তিনি অত্যন্ত অভদ্র ব্যবহার করেন কিন্তু কোনও সংবাদমাধ্যমে এটা ছাপা হয়নি''।

তিনি আরও বলেন, ''সবাই ওঁকে নিয়ে আড়ালে-আবডালে কথা বলেন কিন্তু প্রকাশ্যে কিছু বলেননা। এরকম চরিত্ররা সামনে এক পিছনে আরএক। আড়ালে এরা ভীষণ নোংরা। ইন্ডাস্ট্রির ভেতরে থাকলে এদের নিয়ে নানা কথা শুনতে পাওয়া যায়। তবে এগুলো বাইরে কখনও আসবে না কারণ তাদের পাবলিক রিলেশনস খুব ভালো। সবটাই লোক দেখানো''।

ইন্ডিয়া টাইমসের রিপোর্ট অনুযায়ী ২০০৮-এ, তনুশ্রী সিনে এবং টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তাঁর সম্পত্তি ও সম্মানহানির জন্য। নানা পাটেকরের বিরুদ্ধে অভদ্রতার অভিযোগ আনলে তাঁকে সরিয়ে রাখি সাওয়ান্তকে আনা হয়। সে সময়ে তিনি নানা পাটেকরকে সম্পর্কে বলেছিলেন, ''ওঁর সম্পর্কে যত কম কথা বলা যায়, ভাল।''

Advertisment