/indian-express-bangla/media/media_files/2025/09/15/tanu-2025-09-15-16-47-21.jpg)
কেন এই শোয়ে যান না...
/indian-express-bangla/media/media_files/2025/09/15/547959296_18404466544141724_5760472931805060770_n-2025-09-15-16-47-59.webp)
রিয়েলিটি শো বিগ বস-এর ঝগড়াঝাঁটি ও বিতর্ক প্রতিদিনই শিরোনামে আসে। তবে বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতবারই প্রস্তাব আসুক না কেন, তিনি কখনও এই শোতে অংশ নেবেন না।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/448634205_1006705354467550_6411347378554319618_n-2025-09-15-16-48-21.webp)
সম্প্রতি বলিউড ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেন, “গত ১১ বছর ধরে আমাকে বারবার বিগ বস-এ যোগ দেওয়ার জন্য ডাকা হচ্ছে। প্রতি বছরই ওরা আমাকে বলে, আর প্রতি বছরই আমি না বলি। আমি এমন পরিবেশে থাকতে পারব না।"
/indian-express-bangla/media/media_files/2025/09/15/442679266_1567806357099712_7876711173338767225_n-2025-09-15-16-49-00.webp)
তিনি নিজের পরিবারের সঙ্গেও থাকেন না। বলছেন, "আমি আমার পরিবারের থেকেও আলাদা থাকি, আমাদের সবার নিজস্ব জায়গা আছে। আমি আমার ব্যক্তিগত গোপনীয়তা ভালোবাসি।" তনুশ্রী আরও জানান, তাকে শোতে অংশ নিতে কোটি টাকার অফারও দেওয়া হয়েছিল।
/indian-express-bangla/media/media_files/2025/09/15/429124788_770254827883781_2279670017835134120_n-2025-09-15-16-49-14.webp)
তাঁর কথায়, "ওরা আমাকে ১.৬৫ কোটি টাকা অফার করেছিল, কারণ অন্য এক সমমানের অভিনেত্রীকেও তারা এই পরিমাণ টাকা দিয়েছে। এমনকি শো-এর এক স্টাইলিস্ট বলেছিলেন, চাইলে আরও টাকা দেওয়া যেতে পারে। কিন্তু আমি তবু না বলেছি।"
/indian-express-bangla/media/media_files/2025/09/15/491512787_18384789790141724_965243394673299013_n-2025-09-15-16-49-32.webp)
কারণ হিসেবে তিনি যোগ করেন, “যত টাকা-ই দিক, আমি যাব না। সেখানে পুরুষ ও নারী একই বিছানায় ঘুমায়, একই জায়গায় ঝগড়া করে, আমি এসব করতে পারব না। আমি আমার খাবার নিয়েও ভীষণ যত্নবান। তারা কি ভাবে, আমি এমন একজন মেয়ে, যে রিয়েলিটি শো-তে ছেলের সঙ্গে একই বিছানায় শুতে রাজি হব? আমি এত সস্তা নই, কোটি টাকাও আমাকে রাজি করাতে পারবে না।”
/indian-express-bangla/media/media_files/2025/09/15/434888496_1443442249864232_1728640557860632289_n-2025-09-15-16-49-50.webp)
উল্লেখ্য, তনুশ্রী ২০০৫ সালে ইমরান হাশমির বিপরীতে আশিক বানায়া আপনে সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। পরে তিনি ৩৬ চায়না টাউন, ভাগাম ভাগ, রিস্কসহ একাধিক ছবিতে অভিনয় করেন। তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৩ সালের টেলিভিশন সিনেমা সুপারকপস ভার্সেস সুপার ভিলেনসে।