অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে প্রয়াত অভিনেতা তাপস পালের (Tapas Paul) স্ত্রী নন্দিনী পাল (Nandini Paul)। করোনা থাবা বসিয়েছে তাঁর শরীরেও। একমাত্র মেয়ে সোহিনী প্রাণপন লড়াই চালিয়ে যাচ্ছেন মায়ের জন্য। পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
অতিমারীতে বিধ্বস্ত জনজীবন। মৃত্যু, লাশের ভীড়, আর্তনাদ…। করোনা বিপর্যস্ত মৃত্যুপুরীতে চারিদিকে শুধু বেঁচে থাকার আর্তি। কিন্তু কোথাও পরিমিত অক্সিজেন সিলিন্ডারের অভাব, আবার কোথাও বা হাসপাতালের বেড, প্লাজমার জন্য হাহাকার। মারণ ভাইরাস থাবা বসিয়েছে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বের শরীরে। টেলি দুনিয়া থেকে রূপোলি পর্দার অনেকেই কোভিডের (Covid-19) কবলে। এর মাঝেই প্রকাশ্যে এল প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পালের করোনায় আক্রান্ত হওয়ার খবর। অত্যন্ত সংকটজনক পরিস্থিতিতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন তাপস-নন্দিনীর একমাত্র মেয়ে সোহিনী পাল। বেজায় অসহায় তিনিও। এমতাবস্থায় প্রয়াত অভিনেতা-সাংসদ তাপস পালের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে একথা জানিয়ে তৃণমূল সুপ্রিমোকে ধন্যবাদ জানিয়েছেন 'রান্নাঘর'-এর সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)।
সুদীপা তাঁর ফেসবুক পোস্টে জানিয়েছেন, "স্বর্গীয় শ্রী তাপস পালের স্ত্রী নন্দিনী পাল,কোভিডে আক্রান্ত,খুবই সংকটজনক পরিস্থিতি। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁর অসহায় একমাত্র মেয়ে সোহিনী পাল ও আমাদের পরিবারের পাশে সত্যিকারের ‘দিদি’র মতো দাঁড়িয়েছেন কেবলমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ‘ধন্যবাদ’ জানিয়ে তাঁকে ছোট করার ধৃষ্ঠতা আমার নেই।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে তিনি এও লিখেছেন যে, "শুধু এইটুকু বলব, করুনাময় ঈশ্বর তাঁর মঙ্গল করুন। তাঁর সুস্থ এবং দীর্ঘজীবন কামনা করি।"
সুদীপার এই পোস্টের পর যদিও নেটজনতার একাংশের আক্রমণবাণ ধেয়ে এসেছে। তাঁদের কথায়, "উনি তৃণমূলের সাংসদ ছিলেন । তাই খুব স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রীকে পাশে পেয়েছে ।" প্রসঙ্গত, তাপস পাল কৃষ্ণনগরের তৃণমূল (TMC) সাংসদ ছিলেন দীর্ঘদিন। রাজ্যের শাসক দলের হয়ে রাজনৈতিক ময়দান কাঁপাতেও দেখা গিয়েছিল তাঁকে। এবার তাঁর অসহায় পরিবারের পাশেই দাড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।