তাঁর অফিস ও বাড়িতে আয়কর হানার পর প্রথমবার মুখ খুললেন তাপসী পান্নু। ৩ মার্চ থেকে টানা তিন দিন চলেছে এই অভিযান। তাপসী পান্নুর পাশাপাশি অনুরাগ কাশ্যপ এবং ফ্যান্টম ফিল্মসেও আয়কর হানাদারি চলেছে। সেই অভিযানের সূত্র ধরে এদিন ট্যুইট করেন অভিনেত্রী। খানিকটা কটাক্ষের সুরে তিনি লেখেন, 'তিন দিনের আয়কর অভিযানে তিনটি বিষয় স্পষ্ট: ১) প্যারিসে আমি একটা বাংলোয় কিনেছি বলে অভিযোগ আনা হয়েছে। গরম আসছে তাই সেই বাংলোর চাবি চাই ২) ৫ কোটি টাকার সন্দেহজনক রিসিপ্ট। যাতে আমাকে অভিযুক্ত করা যায় এবং ভবিষ্যতেও সেই রিসিপ্টের তদন্তে অভিযান চালানো যায়। ইতিমধ্যে সেই টাকা নিতে আমি অস্বীকার করেছি। ৩) মাননীয়া অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন ২০১৩ সালে একবার আমার বাড়িতে আয়কর অভিযান হয়েছিল। সেই স্মৃতি মনে করা।' নিজের টুইটের শেষে তিনি লিখেছেন, 'এতটাও সস্তা নই।'
শুক্রবার টুইট করে নির্মলা সীতারমণ লিখেছিলেন, ২০১৩ সালে একই মানুষের বাড়িতে আয়কর হানা হয়েছিল। কিন্তু সে বার এত হৈচৈ হয়নি। যেটা এবার হচ্ছে। ইতিমধ্যে বিজেপি-বিরোধী সবক'টি দল এই আয়কর হানার সমালোচনায় সরব।
এদিকে, তাপসী পান্নুর বন্ধু মাথিয়াস বো শুক্রবার টুইট করে এবিষয়ে ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর হস্তক্ষেপ দাবি করেছেন। তাই এই ভারতীয় পতাকা হাতে নিয়ে দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে একটা আলাদা উত্তেজনা আছে। সেইসঙ্গে উদ্বেগ আছে যখন তাপসীর বাড়িতে আয়কর হানা চলছে। ওর পরিবার বিশেষ করে মা-বাবার ওপর মানসিক চাপ পড়ছে। মাননীয় ক্রীড়ামন্ত্রী আপনি সদর্থক ভূমিকা নিন।'
এই টুইটের জবাবে রিজেজু লেখেন, 'আপনি খেলায় মনোযোগ দিন। আপনি যে বিষয়ে অনুরোধ করেছেন সেটা ক্রীড়া মন্ত্রকের আওতাধীন নয়।'