/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/tapseee.jpg)
দিন কয়েক আগেই মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তাপসী পান্নু (Taapsee Pannu)। অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই চোখে পড়বে সেসব ছবি। বন্ধুদের সঙ্গে নির্ভেজাল দেদার আড্ডা, ঘোরা, খাওয়া-দাওয়া... এককথায় লকডাউন পর্ব শেষে নিউ নর্ম্যালে বিদেশ ভ্রমণ সেরে এসেছেন। তবে বিরতির পর মুম্বই ফিরেই কিন্তু কাজে মন দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সিনেমার সেটে ফিরেছেন। সদ্য শুরু হয়েছে 'রাশমি রকেট' (Rashmi Rocket)-এর শুটিং। আর শুটিং শুরুর দিন কয়েকের মধ্যেই সিনেমার ফার্স্টলুক প্রকাশ্যে আনলেন অনুরাগীদের জন্য।
'রাশমি রকেট'-এ একজন ক্রীড়া ব্যক্তিত্বের ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। ছবিরল ঘোষণার পর অনেকেই অপেক্ষা করছিলেন যে এই অবতারে কেমন লাগবে অভিনেত্রীকে দেখতে? যাবতীয় কৌতূহল দূর করে সদ্য সোশ্যাল মিডিয়ায় সেই লুক প্রকাশ করেছেন তাপসী। সেই পোস্টে একটি নীল রঙা স্পোর্টস আউটফিটে দেখা যাচ্ছে তাপসীকে। এই ছবির জন্য তিনি যে নিজেকে বেশ ধরে প্রস্তুত করেছেন, তা ছবি দেখেই বোঝা যাচ্ছে।
দৌড়ের ট্র্যাকে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছেন তাপসী পান্নু। আর সেই মুহূর্তেরই ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী। ইন্সটাগ্রামে ফার্স্টলুক শেয়ার করে তিনি লিখেছেন, “Let’s do this. RashmiRocket.”
View this post on InstagramLet’s do this ! ????????♀️ #RashmiRocket
A post shared by Taapsee Pannu (@taapsee) on
View this post on InstagramThe bow and the arrow ! ???? #RashmiRocket
A post shared by Taapsee Pannu (@taapsee) on