/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/tarikh-feature.jpg)
মুক্তি পেল 'তারিখ' ছবির ট্রেলার।
চূর্ণী গঙ্গোপাধ্যায়ের প্রথম পরিচালনা 'নির্বাসিত' দর্শক সাদরে গ্রহণ করেছিলেন। তারপরে শোনা গিয়েছিল 'তারিখ' নামে ছবির কথা। তিনজনের সম্পর্ক, বন্ধুত্ব, ভালবাসার দ্বন্দ্ব, সব মিলিয়ে চিত্রনাট্য বেঁধেছেন চূর্ণী। ছবিটিতে একজন আদর্শবাদী, অপরজন বাস্তববাদী, আর একজন প্রথানুসারী (কনফরমিস্ট)। সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকেই তাঁদের মতাদর্শে অনড়। বিভিন্ন বয়সের বন্ধুত্বের গল্প বলবেন পরিচালক। শুক্রবার মুক্তি পেল 'তারিখ' ছবির ট্রেলার।
ছবিতে অর্নিবাণ, ইরা ও রুদ্রাংশু - এই তিন চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, রাইমা সেন ও ঋত্বিক চক্রবর্তীকে। ২০১৮-র কলকাতা চলচ্চিত্র উৎসবে আরও ১৫টি ছবির সঙ্গে প্রতিযোগিতা বিভাগে দেখানো হয়েছিল 'তারিখ'। 'নির্বাসিত' ছবিতে শাশ্বত থাকলেও এই প্রথমবার রাইমা ও ঋত্বিকের সঙ্গে কাজ করেছেন চূর্ণী।
Tarikh - A celebration of dates.
Presenting the official trailer of #Tarikh, directed by @utterlyChurni and produced by @OperaMovies; starring #SaswataChatterjee, #RitwickChakraborty and @raimasen.
Watch on Youtube: https://t.co/6eqYbHo34L#Releasing12thApril
— OPERA Movies (@OperaMovies) March 8, 2019
আরও পড়ুন, মুখার্জী দা’র বউয়ের থেকে কনীনিকার একটিই প্রত্যাশা
Congratulations @utterlyChurni@raimasen@OperaMovies WATCH IT:https://t.co/mD7UbTrKTn
— Kaushik Ganguly (@KGunedited) March 8, 2019
সুপর্ণকান্তি করাতি, অর্থাৎ অপেরা মুভিজের প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ও শেয়ার করেছেন ছবির ট্রেলার। প্রসঙ্গত, 'নির্বাসিত' দুটি জাতীয় পুরস্কার পায়। আগামী ১২ এপ্রিল মুক্তি পাচ্ছে 'তারিখ'।