পাহাড় ... রহস্যের আরেক নাম এই পাহাড়। আর এর প্রতিই মানুষের আকর্ষণ সবথেকে বেশি। সেখানে গিয়ে যেমন মুহূর্ত তৈরি হয় তেমনই ঘনিয়ে আসে বিপদও। এমনই এক চুড়ান্ত বিপদে পার্নো এবং ঋত্বিক।
Advertisment
দুই অভিনেতা পাহাড়ে ঘুরতে গিয়ে চরম বিপদে। কালিম্পং শহরে পৌঁছেই ঝামেলা, অশান্তিতে পড়লেন দুজনে। আর তাদেরকে বাঁচাতে এলেন রঞ্জিত মল্লিক খোদ। শেষে কিনা খুনের কিনারা করতে নামলেন তিন অভিনেতা। ভূত - রহস্য - খুনের সমাধানই মূল লক্ষ্য হয়ে দাড়াল তাঁদের কাছে। ঘটনা কি ঘটেছে?
আসলে, সবটাই একটি ছবিতে প্লট! তাঁদের নতুন ছবি 'তারকার মৃত্যু'। যেখানে ঋত্বিক এবং পার্নো থাকছেন দম্পতির ভূমিকায়। কালিম্পং শহরের একটি হোটেলে তাঁরা থাকাকালীন নানা ঘটনা ঘটতে থাকে। প্যারানরমাল অ্যাকটিভিটি থেকে শুরু করে শেষে খুনের হদিশ! সেই সমস্যায় পড়তেই তাঁরা দ্বারস্থ হন, এক তদন্তকারী পুলিশের। রঞ্জিত মল্লিক সেই ভূমিকায় অভিনয় করবেন। খুনের কিনারা করবেন অভিনেতা খোদ।
অফিসারের চরিত্রে রঞ্জিত মল্লিক
Advertisment
এই ছবিতে মল্লিক বাবুর লুক বেশ অন্যরকম। এই বয়সেও একদম ড্যাসিং চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। ঋত্বিক পেশায় একজন রাইটার, এবং পার্নো একজন শিক্ষিকা। বেশ অনেকদিন পর, আবার সুরিন্দরের সঙ্গে কাজ করছেন রঞ্জিত মল্লিক। ঋত্বিককে দেখা গিয়েছে আবার প্রলয় সিরিজে।