/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/Taslima-1.jpg)
মোদী ব্রিগেডের পর 'জাত গোখড়ো' প্রসঙ্গে মিঠুন চক্রবর্তীকে বিঁধেছিলেন। এবার বিজেপির উদ্দেশে প্রশ্নবাণ ছুঁড়লেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। লেখিকা বরাবরই স্পষ্টবক্তা। যার জেরে বিতর্কে পড়ে প্রাণনাশের হুমকিও খেয়েছেন। তবে ব্যক্তিগত মতামত জাহির করতে কোনওকালেই পিছপা হন না তিনি। এবার বাংলায় মসনদ দখলের লড়াইয়ে গেরুয়া শিবির যেভাবে উঠে-পড়ে লেগেছে, সেই প্রেক্ষিতেই খানিক টিপ্পনি কাটলেন তসলিমা। সপাট প্রশ্ন ছুঁড়লেন, "বাংলায় 'আসল পরিবর্তন' এলে কি বিজেপি (BJP) আমাকে ঢুকতে দেবে?"
খানিক ব্যঙ্গ করেই যে লেখিকার এই প্রশ্ন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রযোজন পড়ে না! আসলে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি সেই ঘাসফুল শিবিরের পুরনো স্লোগান 'পরিবর্তন চাই'কেই হাতিয়ার করে ময়দানে নেমেছে। একুশের রণক্ষেত্রে তাঁদের মন্ত্র- বাংলায় এবার আসল পরিবর্তন হবে। সেই প্রেক্ষিতেই পদ্ম শিবিরকে বিদ্রুপ করে তসলিমার প্রশ্ন যে, বাংলায় তাঁরা ক্ষমতায় এলে কি লেখিকা ঘুরতে আসতে পারবেন? কারণ, ২০০৭ সালে সেই বাং আমল থেকেই বাংলায় তসলিমা নাসরিনের প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছে। মমতা-সরকারের আমলেও সেই নিষেধাজ্ঞার কোনও নড়চড় হয়নি! কাজেই বিজেপি এবার বাংলায় পদ্ম-ফোটাতে যেভাবে মরিয়া হয়ে উঠেছে, যদি তারা ক্ষমতায় চলেও আসেন , তাহলে কি তসলিমার বাংলা প্রবেশের নিষেধাজ্ঞা উঠবে? সন্দিহান লেখিকা নিজেই। টুইটেই নিজের সেই মনের কথা পেরেছেন তসলিমা।
তবে সংশ্লিষ্ট টুইটে যে তিনি শুধু বিজেপিকেই বিদ্রুপ করে ক্ষান্ত হয়েছেন, এমনটা নয়। বিঁধেছেন সিপিএম (CPIM)-তৃণমূলকেও (TMC)। তাঁর মন্তব্য, "২০০৭ সালে পশ্চিমবঙ্গ থেকে আমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিএম। আর ২০০৯ সাল থেকে আমার পশ্চিমবঙ্গে প্রবেশ আটকে রেখেছে তৃণমূল। তা এবার বিজেপি আসল পরিবর্তন আনলে কি বাংলায় ঘুরতে যেতে পারব আমি? স্রেফ ভাবছিলাম, আর কী!" লেখিকা যে এই প্রেক্ষিতে ভোট (West Bengal Assembly Election 2021) নিয়ে বাংলার উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকেই বিঁধেছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না!
I was thrown out of West Bengal by CPIM in 2007 and was prevented from entering West Bengal by TMC since 2009. Will I be able to visit West Bengal if BJP brings real parivartan? Just wondering.
— taslima nasreen (@taslimanasreen) March 21, 2021