পুজোর আগে তো কত গল্পই নজরে আসে। তবে, এবার অসাম্প্রদায়িকতার এক অদ্ভুত দৃশ্য দেখালেন তসলিমা নাস্রিন। অপার বাংলার এই লেখিকা সবসময় আলচোনায় থাকেন তাঁর মন্তব্যের জন্য।
আর এবার পুজোর উদ্বোধন করেই ইসলাম ধর্মাবলম্বীদের হাসির পাত্র হলেন তিনি। পরনে লাল পাড় সাদা শাড়ি, তসলিমাকে দেখা গেল প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করতে। আর এই নিয়েই তিনি বলছেন...
আমি হিন্দু নই। আমি কোনও ধর্মবিশ্বাসী মানুষ নই। কিন্তু মুসলিম পরিবারে আমার জন্ম। তা সত্ত্বেও আমাকে আমন্ত্রণ জানানো হলো হিন্দুদের পুজো উদবোধন করার জন্য। এর নামই অসাম্প্রদায়িকতা। যখন আমার জন্মের দেশ বাংলাদেশ সাম্প্রদায়িকতার আগুনে পুড়ছে প্রতিদিন, তখন কোথাও অসাম্প্রদায়িক পরিবেশ দেখলে মন ভাল হয়ে যায়। আশা জাগে যে একদিন মানুষ সত্যিকার শিক্ষিত হবে, সভ্য হবে, সমাজ থেকে সাম্প্রদায়িকতা নিশ্চিহ্ন করবে।
এখানেই শেষ না। লেখিকা গিয়েছিলে কোথায়? যেখানে গিয়েছিলেন, তাঁদের আতিথেয়তায় তিনি মুগ্ধ। বলছেন..."গতকাল সন্ধ্যেয় আমি আর নাট্যশিল্পী প্রদীপ গাঙ্গুলি পশ্চিম বিহার এলাকার পুজো উদবোধন করতে গিয়েছিলাম। প্রদীপ জ্বালিয়ে উদবোধন করলাম দুর্গা পুজোর, বাঙালির সবচেয়ে বড় শারদীয় উৎসবের।"
এই নিয়ে কথা শুনতে হবে তাঁকে। তাঁর দেশের মানুশদের কটাক্ষ সহ্য করতে হবে তাঁকে। সেই নিয়েই লেখিকা বলছেন, "কেউ হয়তো বলবে 'শুধু হিন্দুর পুজোয় কেন, মুসলমানের ধর্মকর্মেও তো যেতে পারো!' নিশ্চয়ই যাবো, আমাকে যদি মসজিদে মসজিদে নামাজের ইমামতি করতে দেয়, নিশ্চয়ই করবো।"