Taslima Nasrin: 'ইসলাম আমার ধর্ম নয়...', ইদের দিনেই চূড়ান্ত মন্তব্য তসলিমার

Taslima Nasrin: জন্মসুত্রে মুসলিম এই মানুষটি ধর্মকে অস্বীকার করেছেন। কিন্তু কেন তাঁর এই বক্তব্য? আজ ঈদের দিন, তিনি শুভেচ্ছাবার্তা পেয়েও, কেন এমন কথা বললেন?

Taslima Nasrin: জন্মসুত্রে মুসলিম এই মানুষটি ধর্মকে অস্বীকার করেছেন। কিন্তু কেন তাঁর এই বক্তব্য? আজ ঈদের দিন, তিনি শুভেচ্ছাবার্তা পেয়েও, কেন এমন কথা বললেন?

author-image
Anurupa Chakraborty
New Update
taslima said she is not muslim

কেন এমন কথা বলে ফেললেন তসলিমা? Photograph: (ফাইল)

Taslima Nasrin-Eid ul adha: তিনি ভীষণ স্পষ্টবাদী। ঠোঁটকাটা স্বভাবের এই লেখিকা নিজের মন্তব্য এবং লেখনীর কারণে নানা ঝামেলায় পড়েছেন। দীর্ঘ অনেকবছর হয়ে গেল, তিনি বাংলাদেশে যান না। এই ভারতের বুকেই ঠাঁই পেয়েছেন তিনি। দিল্লিতে নানা অনুষ্ঠানে তাঁকে দেখা যায়। এমনকি পুজোর সময় তিনি সেখানেও গিয়েছিলেন। 

Advertisment

তবে, আজ ইদ উপলক্ষে তিনি এমন এক কথাবার্তা বলে বসেছেন, যেকথা অনেকের কাছে, বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বীদের গায়ে কাঁটার মত বিঁধেছে। কারণ, জন্মসুত্রে মুসলিম এই মানুষটি ধর্মকে অস্বীকার করেছেন। আজ ঈদের দিন, তিনি শুভেচ্ছাবার্তা পেয়েও, কেন এমন কথা বললেন? এমনিও তিনি সবসময় বাংলাদেশ প্রসঙ্গে নানা কথা বলেন। সেখানের নানা গণ্ডগোলে তিনি সবসময় সরব হয়েছেন। শুধু তাই নয়, হাই মাদ্রাসার শিক্ষা নিয়েও তিনি নানা প্রশ্ন করেছেন। 

এবার, তো ইদ উপলক্ষে বার্তা পেয়ে রীতিমতো রেগে গিয়েছেন তিনি। কী বলছেন তিনি সমাজ মাধ্যমে? শুধু যে ইসলাম ধর্মাবলম্বীদেরকে তিনি একথা বলেছেন এমন না। তাঁর চেনা পরিচিত সকলকে তিনি সমাজ মাধ্যমের থ্রু-তে লিখছেন...

"আমার  হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মাবলম্বী  পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবীদের অনুরোধ করছি, আমাকে  'ইদ মোবারক' মেসেজ পাঠাবেন না। আপনারা যারা আমাকে মুসলমান ভাবেন, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছি, আমি শৈশব থেকেই  ধর্ম-মুক্ত মানুষ।  ইসলাম আমার ধর্ম নয়। আমি মুসলমান নই। আমি বিশ্বাস করি মানবতন্ত্রে অর্থাৎ হিউম্যানিজমে, আমি বিশ্বাস করি মানবতায়।" 

Advertisment

প্রসঙ্গে, তসলিমা নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তাঁকে আর যাই হোক, নিজের বক্তব্য থেকে থামিয়ে রাখা সম্ভব না। আর এদিকে তাঁর এই মন্তব্য শুনে, কেউ কেউ বলছেন..."ধর্ম কিন্তু সংস্কৃতির একটা অংশ । সংস্কৃতি হলো মানুষের দ্বারা সৃষ্টি যা প্রাচীন কাল থেকেই পালন করে আসছেন । সম্ভবত আপনাকে পূজা উৎযাপন করতে দেখেছি।" 

Taslima Nasrin Taslima Nasrin FB post Eid-UL-Adha