ফেসবুক জুড়ে তসলিমা নাসরিনের মৃত্যু নিয়ে নানা আলোচনা। তাঁর ফেসবুক পেজ ট্রিবিউট এবং রিমেম্বারিং নোটিফিকেশন দিচ্ছে। একদফা, হঠাৎ করে খেয়াল করলে চমকে উঠতে হবে। তাহলে কি অভিনেত্রী সত্যিই?
বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা এখন ভারতেই থাকেন। সেখান থেকেই নানা বিষয়ে সরব হন তিনি। যেকোনও বিষয়ে ঠোঁটকাটা তিনি। ধর্মীয় বিষয় হোক বা দেশের অভ্যন্তরীন কিংবা আন্তর্জাতিক স্তরের কোনও ঘটনা, তিনি সবসময় কিছু না কিছু মন্তব্য করে চলেছেন। আর যেকারণে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়।
লেখিকার মৃত্যু নিয়ে তোলপাড় সমাজ মাধ্যম। কেউ কেউ আনন্দ উৎসব করছেন তাঁর মৃত্যুর এই খোরাক নিয়ে। শেষ কিছুদিন ধরেই তাঁর প্রোফাইল এমন হয়ে রয়েছে। আজ, তাঁর এক শুভাকাঙ্ক্ষীর তরফে এমনটাও জানা গিয়েছে, তিনি এখনও বেঁচে আছেন, এবং ভাল আছেন। আর লেখিকা, নিজের অন্যান্য সমাজ মাধ্যমে জানিয়েছেন..
"ফেসবুক তিনদিন আগে আমার একাউন্ট মেমোরাইজ করে দিয়েছে। আমি আমার আইডি প্রুফ দিয়েছি ওদের। ফেসবুককে জানিয়েছি, যে আমি বেঁচে আছি। কিন্তু, ওরা কোনও প্রতিউত্তর দেয়নি। শুধু ফেসবুক না। বাংলাদেশের জিহাদিরা আমার মৃত্যু উদযাপন করছে। কিন্তু, আফসোস! আমি এখনও বেঁচে আছি।"
লেখিকার ভুয়ো মৃত্যুর খবর যেভাবে ছড়িয়েছে, তাতে করে অনেকেই যেমন আঁতকে উঠেছেন, তেমনই বেশিরভাগের আনন্দের সীমা নেই। কিন্তু, কেন এই কান্ড? তাঁর আগামাথা খুঁজে পাওয়ার জো নেই। আবার কেউ কেউ এমন দাবি করেছেন, যে অত্যধিক সমালোচনা এবং টেকনিক্যাল গ্লিচের কারণেই যে এমনটা হয়েছে, তাও বোঝা যাচ্ছে।