Bangladesh Writer Taslima Nasreen: গোটা বাংলাদেশ জুড়ে কেবল হিন্দুদের সঙ্গে অত্যাচার বেড়েই চলেছে। একদিকে, যেমন জিহাদিদের তাণ্ডব তেমনই সেদেশের সংখ্যালঘুদের সঙ্গে অরাজকতা ক্রমবর্ধমান। একটি রাষ্ট্র কী করে পাশের বন্ধুরাষ্ট্রকে, শত্রু রাষ্ট্র বলে ঘোষণা করে, সেই নিয়েই মুখ খুললেন তসলিমা নাসরিন। বর্তমানে তিনি, দিল্লিতে রয়েছেন।
কিন্তু নিজের দেশের এহেন অবস্থা দেখে রীতিমতো দুঃখ হচ্ছে তাঁর। এই বাংলাদেশ তো তিনি চাননি। বিপ্লব এবং স্বাধীনতার নামে দেশ কীভাবে তছনছ হচ্ছে, সেই দেখে মন খারাপ লেখিকার। তিনি সমাজ মাধ্যমে ছাত্রসমাজ এবং ছদ্মবেশীদের নিয়ে লিখলেন, "ছদ্মবেশী বিপ্লব কী রকম হয়, আগে জানিনি, এবার জানা হলো। জিহাদি-চাষ কী করে হয়, কী করে জিহাদিতে দেশ গিজগিজ করে, জানা ছিল না, এবার জানা হলো।"
শুধু তাই নয়, জিহাদিরা অনেকেই নাকি বাংলাদেশের উপদেষ্টা। তাঁরা যা ইচ্ছে তাই করে চলেছে গোটা দেশ জুড়ে। জঙ্গিদের জেল থেকে মুক্তি দিচ্ছে। লেখিকা দেশের এহেন পরিস্থিতিতে লিখছেন, "জিহাদিরা বাংলাদেশের মাটিতে কী করে মিছিল করে, নারায়ে তাকবির স্লোগান দেয়, আর তাদের কালিমা লেখা পতাকা ওড়ায় , আগে দেখা হয়নি, এবার দেখা হলো। জিহাদিরা কী করে রাষ্ট্রের উপদেষ্টা হয়, শপথ নেয়, প্রেস কনফারেন্স করে, জঙ্গিদের জেল থেকে মুক্তি দেয়, আগে দেখিনি, এবার দেখা হলো।"
লেখিকা, বহুদিন হল বাংলাদেশের বাইরে আছেন। কিন্তু দেশের কান্ড কারখানা নিয়ে তিনি অবগত। বিশেষ করে হিন্দুদের সঙ্গে যে অকথ্য অত্যাচার তারা করছেন, সেটা ভয়ঙ্কর চোখে বিঁধছে তসলিমার। তিনি আরও বলছেন...
https://www.facebook.com/share/p/1CYFXkDgs2/
"জিহাদিরা কী করে পুলিশ খুন করে, ছদ্মবেশে ছাত্র খুন করে, কী করে ভাস্কর্য ভাঙ্গে, জাদুঘর পোড়ায়, হিন্দুদের বাড়িঘর লুঠ করে, আগুন দেয়, তাদের সমাবেশ নষ্ট করে, নেতাকে গ্রেফতার করে, কী করে মাজার গুঁড়ো করে, কী করে লালন মেলা, বাউল উৎসব বন্ধ করে, কী করে কাওয়ালী গায়, কী করে আইনজীবিকে খুন করে হিন্দুদের ওপর দোষ চাপায়, আগে জানা ছিল না, এবার জানা হলো। জিহাদিরা কী করে বিরোধী দলের লোকদের মানবাধিকার লঙ্ঘন করে, কী করে তাদের খুন করে, হত্যা মামলার আসামী করে, জানা ছিল না। কী করে গণতন্ত্রের গলা টিপে মারে, বন্ধুরাষ্ট্র ভারতকে শত্রুরাষ্ট্র ঘোষণা করে, আগে আইডিয়া ছিল না, এবার হলো। জিহাদিরা কী করে মাইকে ঘোষণা করে মেয়েদের দোকানপাটে প্রবেশ নিষেধ, তা আগে দেখিনি, এবার দেখা হলো।"
উল্লেখ্য, তসলিমা এবছর গিয়েছিলেন একটি পুজো উদ্বোধনে। তিনি জন্মগত মুসলিম হলেও, হিন্দুদের প্রতি যে অত্যাচার চলছে তাতে অনুতপ্ত তিনি। বারবার এই ঘটনার ধিক্কার জানিয়েছেন তিনি।