তসলিমা নাসরিন ভীষণ ঠোঁটকাটা মানুষ। তিনি তাঁর কথার মাধ্যমেই অর্ধেক মানুষকে বিঁধে ফেলেন। এবারও ব্যতিক্রম না। বরং তিনি এবার পড়েছেন হুমায়ূন আহমেদের কন্যা শিলা আহমেদকে নিয়ে। শিলা, যিনি একজন অভিনেত্রী বটে। তিনি নিজের সমস্ত কেরিয়ার জলাঞ্জলি দিয়ে কেবল বিয়ে এবং সংসার উদযাপন করছেন বলেই দাবি করেছেন তসলিমা।
তিনি, নিজের সমাজ মাধ্যমে এই নিয়েই পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, শিলা তাঁর স্বামী আসিফ নজরুলের পাশে দাঁড়িয়ে আছেন। কিছুদিন আগেই তাঁর স্বামীর বই নিয়ে তিনি নানা মন্তব্য করেছিলেন। বলেছিলেন, এমন কিছু লেখা আছে বইতে, যেগুলি নিয়ে কথা বলা হয় না, কিংবা অনেকেই পরিষ্কার করে মতামত রাখতে পারেন না। শিলার অভিনয় জীবন শুরু হয়, হুমায়ূন আহমেদের বহুব্রীহি নাটকের মধ্যে দিয়ে। এবং অল্প বয়সেই নিজের কেরিয়ারে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।
শীলা আহমেদ শিশু বিভাগে জাতীয় পুরস্কার পর্যন্ত পেয়েছেন। থিয়েটার এবং নাট্য মঞ্চেও তিনি বহু কাজ করেছেন। কিন্তু, এখন সবটাই অতীত। তসলিমা তাঁর প্রতিভা সম্পর্কে অবগত। তাই তো আজ তাঁর দুঃখ হয়, যখন দেখেন সমস্ত প্রতিভা দূরে সরিয়ে ফেলে শিলা এখন শুধু সংসার করছেন, তখন তাঁর খারাপ লাগে। তিনি লিখছেন...
"মেয়েটাকে দেখলেই আমার দুঃখ লাগে। অসম্ভব প্রতিভা ছিল অভিনেত্রী হওয়ার, কিন্তু সমস্ত প্রতিভা বিসর্জন দিয়ে এক শঠের গৃহবধূ হয়েছেন। ধর্মমুক্ত একজন প্রতিভাবান লেখকের কন্যা তিনি, অথচ চুল ঢাকেন হিজাব দিয়ে, এমন কী ফুলহাতা ব্লাউজ পরেন। মনে হচ্ছে নিজের রুচি, সৌন্দর্যবোধ, নীতি, আদর্শ বিসর্জন দিয়ে মামলা ব্যবসায়ী ধর্মবাদীর আদেশ মেনে চলছেন।" তসলিমা তাঁর স্বামীকে নিয়েও নানা কথা লিখে বসেছেন। শুধু মেয়েদের সমস্ত ইচ্ছে এবং মনবাসনা জলাঞ্জলি দিতে হয়। পুরুষদের সেরকম কিছুই করতে হয় না। তাই তো তিনি লিখছেন..
"হাজিটির কিন্তু মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই। হাজিটির জীবন কিন্তু যেমন ছিল তেমনই আছে। গায়ে বাড়তি কিছু চাপাতে হয়নি, প্রতিভাও বিসর্জন দিতে হয়নি। এভাবে যে কত লক্ষ গুণী বিদুষী প্রতিভাময়ীকে এই সমাজ রিডিউস করেছে!" অন্যদিকে, তাঁর এই পোস্টের মাধ্যমেই কেউ কেউ লিখছেন...
"হুমায়ূন আহমেদ ধর্ম মুক্ত? তার ছেলে নুহাশ আহমেদের লেখায় হুমায়ূন আহমেদের ইদ স্মৃতি উঠে আসে। তখন হুমায়ূন শাওনকে বিয়ে করে নিয়েছন। আর উনার মৃত্যুর পর জানাজাও তো হয়েছে। তাহলে কীভাবে ধর্মমুক্ত?" আবার কেউ বললেন, "এই মেয়েটার কিভাবে ব্রেইন ওয়াশ হলো বুঝে পাই না।ওকে দেখলে মায়াই হয়। এতো প্রতিভা!! মনে হয় আগুনে ঝাপ দিয়েছে জেনে বুঝে।"