Taslima Nasrin on Sheikh Hasina: 'হাসিনার দুঃশাসনের সমাপ্তি', খুশি ধরছে না তসলিমার, কিন্তু সতর্কও করলেন বাংলাদেশি লেখিকা
Taslima Nasrin on Ex PM Hasina: বাংলাদেশের তারকাদের পাশাপশি আজ, হাসিনার দেশ ছেড়ে দেওয়ার কারণে কলম ধরলেন তসলিমা নাসরিন খোদ। লেখিকা যেকোনও বিষয়েই সমাজমাধ্যমে লিখে থাকেন। আর এই বিষয়ে লিখবেন না সেটা হয় না।
'হাসিনার দুঃশাসনের সমাপ্তি হল...', বলছেন বাংলাদেশের চর্চিত এবং বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। গোটা বাংলাদেশ জুড়ে জুলাই মাস থেকে যা শুরু হয়েছিল, সেটা নিয়ে সারা বিশ্বে আলোচনা চলছে। কোটা আন্দোলনকারীদের অনেকেই মৃত্যুবরণ করেছেন।
Advertisment
বাংলাদেশের তারকাদের পাশাপশি আজ, হাসিনার দেশ ছেড়ে দেওয়ার কারণে কলম ধরলেন তসলিমা নাসরিন খোদ। লেখিকা যেকোনও বিষয়েই সমাজমাধ্যমে লিখে থাকেন। আর এই বিষয়ে লিখবেন না সেটা হয় না। বহুবছর ধরে বাংলাদেশের শাসন ক্ষমতা নিজে হাতে রেখেছিলেন হাসিনা। সেই যুগের অবসান হল। তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন।তাই তো, তসলিমা লিখলেন...
হাসিনার দুঃশাসনের সমাপ্তি হলো। হাসিনার মাফিয়া, হাসিনার ফ্যাসিজম আর নার্সিসিজমের যুগ শেষ হলো।এখন যে সরকারই আসুক, যেন মৌলবাদবিরোধী সরকার আসে। যেন ধর্মনিরপেক্ষ সরকার আসে।"
দেশ ছেড়ে আপাতত দিল্লিতে পৌঁছনোর খবর মিলছে হাসিনার। তারপর যেতে পারেন লন্ডন কিংবা বেলারুশে। সেনা প্রধান জানিয়েছেন, তাঁরা সমস্ত খুনের বিচার করবেন। আপাতত, সেনাশাসনের অধীনে বাংলাদেশ। আর এটাই তসলিমার একদম পছন্দ হয়নি। তিনি আরও লিখছেন..."সেনাবাহিনীর হাতে যেন ক্ষমতা না যায়। দেশ যেন পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ না করে। রাজনৈতিক দলের হাতে যেন ক্ষমতা থাকে। যেন কোনও অবস্থাতেই গণতন্ত্র বিসর্জন না দেওয়া হয়।"
দেশের সাধারণ মানুষ তো বটেই, তবে সঙ্গ দিয়েছিলেন অনেকেই। তারকারাও সামিল হয়েছিলেন সেই পদযাত্রায়। আর আজ, যেন দ্বিতীয় স্বাধীনতার আশ্বাস পেলেন তাঁরা। গণভবনে, ঢুকে পড়েন তারা। পাশাপাশি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার মত দৃশ্য দেখতেও পাওয়া গেল।