Advertisment

'৭৫-এও বিছানায় সক্ষম! সুমন হিপোক্রিট, ভণ্ড..' ভয়ঙ্করভাবে ধুয়ে দিলেন তসলিমা

কবীর সুমনকে মারাত্মক আক্রমণ লেখিকা তসলিমা নাসরিনের।

author-image
Sandipta Bhanja
New Update
Kabir Suman, Kabir Suman birthday, Singer Kabir Suman news, Taslima Nasrin, Writer Taslima Nasrin, Taslima Nasrin Kabir Suman, Tollywood news, Bengali top news, কবীর সুমন, কবীর সুমনের জন্মদিন, তসলিমা নাসরিন, লেখিকা তসলিমা নাসরিন, কবীর সুমন তলসিমা নাসরিন, টলিউডের খবর, বাংলা খবর

কবীর সুমনকে আক্রমণ তসলিমা নাসরিনের

১৬ মার্চ কবীর সুমনের জন্মদিন। 'বার্থডে বয়'কে ফুল পাঠিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার ডালি উপচে পড়েছে। তবে জীবনের বিশেষ দিনেই ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়লেন সুমন। পুরনো কথা তুলে গায়ককে একেবারে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে কবীর সুমন জানান, তাঁর এহেন শারীরিক এনার্জির কারণ মুক্ত কাম। ৭৫ বছর বয়সেও তিনি বিছানায় ভালোভাবে সক্ষম..। সেই সাক্ষাৎকারের শিরোনাম নেটপাড়ায় রগরগে, মুচমুচে, রসালো চর্চার রসদ জোগালেও ছেড়ে কথা বললেন না তসলিমা নাসরিন। কষিয়ে আক্রমণ করলেন। বললেন, "এই সুমনকে আমি 'মুসলমান সুমন' বলি না, এই সুমনকে আমি 'হিপোক্রেট সুমন' বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ, রসুল, নমাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।"

এখানেই অবশ্য থামেননি তসলিমা। প্রশ্ন ছোঁড়েন, "কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কোনও আলোচনা হয় না? বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের? মানুষটার আদর্শ বলে কোনওকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়।" তসলিমা নাসরিনের দাবি, ২০০৭ সালে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন এই কবীর সুমন। লেখিকা কি সেই অতীত স্মরণ করেই প্রতিশোধী বার্তা দিলেন?

<আরও পড়ুন: কৌশানির ‘সিক্রেট’ ফাঁস করতে গিয়ে নিজেই ধরা পড়লেন বনি সেনগুপ্ত? কী কাণ্ড!>

এমনকী, কবীর সুমনের রাজনৈতিক মতাদর্শের রকমফের নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তসলিমা। লেখিকার মন্তব্য, "একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না। তাঁর নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তাঁরা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না। আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা, সততার কোনও প্রমাণ নয়। আমার আজ সন্দেহ হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনও বিশ্বাস করতেন না, এখনও বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তাঁর প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তাঁর প্রতিভার তুলনা হয় না।"

Taslima Nasrin Taslima Nasrin FB post tollywood West Bengal News kolkata news tollywood news Kabir Suman Entertainment News
Advertisment