তসলিমা নাসরিনের ( Taslima Nasrin ) ফেসবুক ঘিরে ফের সমস্যা! এবার একেবারেই ফেসবুক থেকে নিষিদ্ধ হলেন লেখিকা? কিন্তু কেন? যেকোনও বিষয় নিয়েই তিনি সরব হন, বেশ কিছুদিন ধরেই হিজাব বিতর্কে নানান মন্তব্য মিলছে তার তরফে। এরই মাঝে ঘটল এই ঘটনা!
Advertisment
২১ শে ফেব্রুয়ারির দিন নিজের মাতৃভাষা তথা নিজের দেশ- বাংলাদেশের ফেলে আসা মানুষকে নিয়েই লিখেছিলেন তসলিমা, পার্শ্ববর্তী দেশে কীভাবে রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি পালিত হয় সেই সম্পর্কেই জানিয়েছিলেন। তবে এই ঘটনায় নিজেও বেশ হকচকিয়ে গেছেন তিনি... বললেন, "ফেসবুকের এই নিষিদ্ধকরণ আমার জন্য একুশে ফেব্রুয়ারির উপহার!!" অনেকেই মনে করছেন তার কড়া মন্তব্য, স্পষ্ট দাবি এসবের কারণেই আজ এই হেনস্থার শিকার হয়েছেন তিনি। তবে তার অনুরাগীদের মন্তব্য, তসলিমার প্রতিটা কথায় থাকে অপ্রিয় সত্য, সেগুলো অনেকের সহ্য হয়না, বারংবার রিপোর্টের কারণে এমন কিছু ঘটতেই পারে। কেউ বলছেন, খুবই দুঃখজনক! আবার বেশিরভাগের আক্রোশ ফেসবুকের ওপরেই, বক্তব্য এসব করে ফেসবুক কী প্রমাণ করতে চাইছে? আবার কারওর মন্তব্য এরপরেও কলম চলুক, মানুষের বোধোদয় হোক!
ফেসবুকের আক্রমণ এই প্রথম নয় তসলিমার প্রতি। এর আগেও শাঁওলি মিত্রের প্রয়াণের দিন তসলিমার একটি পোস্টের আগামাথা না বুঝেই ফেসবুকের তরফে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, তাঁর ফেসবুকে জোরা হয় রিমেম্বারিং শব্দটি। সেই পোস্টে নিতান্তই মৃত্যু পরবর্তীতে নিজের ইচ্ছে নিয়েই জানিয়েছিলেন লেখিকা, তবে ফেসবুকের এহেন আচরণে দর্শকদের সেই মুহূর্তে চক্ষু চড়কগাছ! পড়ে অবশ্য লেখিকা কৌতুকের সুরে পোস্টেই জানিয়েছিলেন, ২১ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়, সেই মুহূর্তে পরকাল দেখে এসেছেন তিনি।
এর আগেও নিক প্রিয়াঙ্কার কন্যা সন্তান জন্মের পর সারোগেসি নিয়ে মন্তব্য করেই বেশ কিছু পাঠকের রোষের মুখে পড়েন তিনি। পূর্বে একবার নভেম্বর মাসে তাকে ফেসবুক থেকে নিষিদ্ধ করা হয়েছিল, তার এবিষয়ে মন্তব্য, বেশ গুরুতর কিছু বিষয়ে লিখলেই ফেসবুক থেকে তাকে ব্যান করা হচ্ছে।