একটাই ছিল ডিম, তাই ফাটাতে গিয়ে ল্যাজেগোবরে তাসনিয়া

ডিম ফাটাতে গিয়ে নাজেহাল তারকা

ডিম ফাটাতে গিয়ে নাজেহাল তারকা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
tasnia farin, entertainment, dhaka, bangladesh, tasnia new natok

মাথায় হাত তাসনিয়ার

অভিনেত্রীদের অনেকেই রান্না করতে বেজায় ভালবাসেন। কেউ কেউ অবসরে রান্না করেন আবার কেউ কেউ নিজের পরিবারের জন্য রান্না করেন। তবে ওপার বাংলার অভিনেত্রী তাসনিয়া ফারিন যে এত তড়িৎ-কর্মা সেই ঝলক মিলল তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে।

Advertisment

কী কাণ্ড ঘটিয়েছেন তিনি? ডিম ফাটাতে গিয়ে ল্যাজেগোবরে তাসনিয়া। সামান্য একটা ডিম, তাও ঠিক করে ফাটাতে পারলেন না! সেই ছবি আবার শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। নিজেই লিখলেন কীর্তি-কাণ্ডের কথা। ঘরে একটা মাত্র ডিম, তাও ফাটাতে গিয়ে এই অবস্থা। খোলস-ডিমের কুসুম মিলেমিশে একাকার।

publive-image
Advertisment

লিখলেন, এই ধরনের দুর্ঘটনা কখনই ঘটা উচিত নয় অন্তত তখন যখন খিদে পায়। শেষ ডিম ছিল, সেটাও গেল! নিজের কাজে নিজেই মাথায় হাত অভিনেত্রীর। খিদে পেয়েছে কিন্তু এই কাণ্ড, নিজের কাজে নিজেই স্তম্ভিত তিনি।

প্রসঙ্গত, এবার এপার বাংলায় বড়পর্দায় অভিষেক ঘটাচ্ছেন তিনি। অতনু ঘোষের আরও এক পৃথিবীতে অভিনয় করছেন তিন। সেই নিয়েও বেজায় উত্তেজিত অভিনেত্রী। ভারতিয় ছবিতে প্রথম কাজ তাও আবার বড়পর্দায়। লাফাচ্ছেন তাসনিয়া ফারিন।