Advertisment
Presenting Partner
Desktop GIF

Tathagata Mukherjee-Bibriti: তথাগতর সুখের সংসার ভেঙেই কেল্লাফতে বিবৃতির! মোক্ষম জবাবে ধোঁয়াশা বাড়ালেন অভিনেত্রী...

Tathagata Mukherjee on Bibriti: অভিনেত্রীর এই সাহসিকতার পরিচয় দেখে স্তম্ভিত তথাগত। তিনি যেন ভাষায় প্রকাশ করতে পারলেন না। বিবৃতির উদ্দেশ্যে বলেন, "এরকম অভিনেত্রী খুব কম আছে"...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tathagata Mukherjee debleena divorce Bibriti gave a statement

বিবৃতির বিরাট বিজ্ঞপ্তি!

অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে গেলে কী লাগে? প্রকাশ্যে নিজেকে নিয়ে মজা করা লাগে? নাকি ভাল করে অভিনয় দক্ষতার দিকে নজর দিলেই হয়? দেবলীনা এবং তথাগত মুখোপাধ্যায়ের সংসার ভাঙ্গার পেছনে অনেকেই দায়ী করেন বিবৃতিকে।

Advertisment

কিন্তু? আসলে কি সেসব ঠিক? আর আগে যখন দেবলীনাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন, কোনও বিবৃতিকে তিনি চেনেন না। তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে এমন কারওর সম্পর্ক আছে বলেই তিনি জানেন না। আর এবার বিবৃতি ঠিক সেরকম কিছুই জানালেন।

ইউটিউবারের সঙ্গে একটি মজার শোয়ে বিবৃতিকে দেখা গেল। তিনি প্রকাশ্যেই মজা করলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। যেখানে তাঁকে প্রশ্ন করা হল, বিবৃতি পরিচালকের সংসার ভেঙে সিনেমা করছেন কিনা? উত্তরে তিনি সপাটে জানালেন, "আমি যদি পরিচালকদের সংসার ভেঙেই সিনেমা করতাম তাহলে তো আরও অনেক বড় বড় ছবি করতাম। সেগুলো দিয়ে বক্স অফিসে রেকর্ড ভাঙতাম। সেটা তো হচ্ছে না।"

এরপরে, তাঁকে আরও জানতে চাইলেন তিনি তথাগতর সঙ্গে কিভাবে এত টক্সিসিটি নিয়ে সংসার করেন? উত্তরে সাফ বলে দিলেন, "আমার কোনও সংসার নেই। আমি কেন কারওর সংসার করতে যাব। ধুর, এসব ভাল লাগছে না আমার।"

উল্লেখ্য, অভিনেত্রীর এই সাহসিকতার পরিচয় দেখে স্তম্ভিত তথাগত। তিনি যেন ভাষায় প্রকাশ করতে পারলেন না। বিবৃতির উদ্দেশ্যে বলেন, "এরকম অভিনেত্রী খুব কম আছে। যারা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে মজা করতে পারে। তুমি সেটা পেরেছ। কিছু বলার নেই আর।"

Tathagata Mukherjee Bibriti Chatterjee tollywood Debolina Dutta Entertainment News
Advertisment