Advertisment

'হিন্দুত্ববাদী পার্টির কামিনী!', 'ধর্মযুদ্ধ' নিয়ে পার্নোকে বয়কটের ডাক তথাগতর

রাজ চক্রবর্তীর সিনেমা 'ধর্মযুদ্ধ' বয়কটের ডাক বিজেপি নেতা তথাগত রায়ের।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dharmajuddha, Raj chakraborty, Raj chakraborty Dharmajuddha, Parno Mitra, BJP Tathagata Roy, TMC Raj chakraborty, Parno Mitra Dharmajuddha, Tathagata Parno, ধর্মযুদ্ধ, তথাগত রায়, বিজেপি নেতা তথাগত রায়, পার্নো মিত্র, রাজ চক্রবর্তী, তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তীর ধর্মযুদ্ধ, পার্নো মিত্র ধর্মযুদ্ধ, Indian Express Entertainment News, Bengali News today

রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' বয়কটের ডাক তথাগত রায়ের, চরম কটাক্ষ পার্নো মিত্রকেও

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির তরফে টিকিট পেয়েছিলেন বটে! তবে তৃণমূল ঘাঁটি থেকে পরাজিত হয়েছেন। ভোটের পর থেকে রাজনৈতিক ময়দানেও বৈরাগ্য এসেছে অভিনেত্রীর। বর্তমানে পুরোদস্তুর সিনেমাতেই মন পার্নো মিত্রর। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে 'ধর্মযুদ্ধ' (Dharmajuddha)। যে সিনেমায় শবনমের ভূমিকায় ধরা দেবেন নায়িকা। এবার সেই সিনেমা মুক্তির আগেই পার্নো মিত্রকে কুরুচিকর ভাষায় কটাক্ষ করলেন তথাগত রায়।

Advertisment

পাশাপাশি রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' বয়কটের ডাকও দিয়েছেন বিজেপি নেতা। ঠিক কী ঘটেছে? সিনেমার পোস্টার শেয়ার করে পার্নো মিত্র লিখেছিলেন, "ধর্ম কি আমাদের পরিচয়? আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়! আসছে বহু প্রতিক্ষিত ছবি 'ধর্মযুদ্ধ'। ১১ই আগস্ট, ২০২২ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।" নায়িকার সেই টুইট নজর এড়ায়নি সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় বিজেপি নেতার। সেই টুইট শেয়ার করেই স্বভাবসিদ্ধভাবে বিস্ফোরক মন্তব্য করে বসেন তথাগত রায়।

বারাকপুরের তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত 'ধর্মযুদ্ধ' সিনেমায় পার্নো মিত্রকে (Parno Mitra in Dharmajuddha) দেখা যাবে এক মুসলিম মেয়ের চরিত্রে। যার নাম শবনম। আর সেই প্রসঙ্গে টেনেই একুশের বাংলা বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী পার্নো মিত্রকে চরম কটাক্ষ করে তথাগত রায় লেখেন, "আরে, ইনি ২০২১ বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী একটি পার্টির একজন কামিনী। দুঃখিত প্রার্থী, ছিলেন না? এখন মানুষের পরিচয় বোঝাতে ময়দানে নেমেছেন? বেশ, বেশ! সকলের কাছে আহ্বান জানাচ্ছি এই ভণ্ডামির সমুচিত উত্তর দিতে। বয়কট করুন! হিন্দুবিরোধী ভণ্ডামি নিপাত যাক!"

<আরও পড়ুন: ‘সেক্স নিয়ে এত প্রশ্ন কেন?’, করণের শোয়ে তাঁকেই ঘোল খাওয়ালেন আমির>

প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিজেপির বিধ্বংসী হারের পর থেকেই তারকাপ্রার্থীদের নানাভাবে কটুক্তি করা শুরু করেন তথাগত রায়। বিশেষ করে শ্রাবন্তী, তনুশ্রী, পার্নো কিংবা কখনও পায়েলের মতো নায়িকাদের নিয়ে তাঁর একাধিক কুরুচিকর মন্তব্য নিয়ে সমালোচনা হয়েছে নেটপাড়ায়। এবার ফের পার্নো মিত্রকে 'হিন্দুত্ববাদী পার্টির কামিনী' বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, রাজ চক্রবর্তীর বহুপ্রতিক্ষীত সিনেমা 'ধর্মযুদ্ধ'কে বয়কটের ডাকও দেন বিজেপি নেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

parno mitra Raj Chakraborty tollywood Dharmayuddha bjp tmc Tathagata Roy Entertainment News
Advertisment