কেমন দেখতে হবে ভবিষ্যতের ভূতেদের?

শুধু বিগ ব্রাদার নয় সামনে এল ভূতেদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। ভূতবুকের সাহায্যে বিগ ব্রাদার যোগাযোগ করছেন অশরীরী ও ভূত-পেত্নিদের সঙ্গে।

শুধু বিগ ব্রাদার নয় সামনে এল ভূতেদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। ভূতবুকের সাহায্যে বিগ ব্রাদার যোগাযোগ করছেন অশরীরী ও ভূত-পেত্নিদের সঙ্গে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশিত হল অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূতের টিজার।

ভূতের ভবিষ্যতের বিপ্লব, ভবিষ্যতের ভূতের বিগ ব্রাদার। এবার শুধু বিগ ব্রাদার নয় সামনে এল ভূতেদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম। ভূতবুকের সাহায্যে বিগ ব্রাদার যোগাযোগ করছেন অশরীরী ও ভূত-পেত্নিদের সঙ্গে। প্রকাশিত হল অনীক দত্তের ছবি ভবিষ্যতের ভূতের টিজার। পর্দায় ভূতের গপ্পো দেখে হাসাও যায় বাঙালিকে এই ধারনা দিয়েছিল পরিচালক অনীক দত্তই। ছবিটা ছিল ভূতের ভবিষ্যত। এবারের ভূতেদের ভবিষ্যত নিয়ে বড়পর্দায় কথা বলবেন তিনি। অনেক টালবাহানার পর তৈরি হয়েছে ছবিটা।

Advertisment

এই ছবিকে নিয়ে ঝামেলা পোহাতে হয়েছে পরিচালককে। আলিপুর আদালত স্থগিতাদেশ জারি করেছিল ছবির শুটিংয়ের ওপর। কারণ শ্রীভেঙ্কটেশ ফিল্মসের দাবী ছিল এই ছবির গল্পের স্বত্ত্ব কেনা রয়েছে তাদের। কিছু বাতিল ভবিষ্যতের ভূত উদবাস্তু ক্যাম্পে ঠাঁই নেই কিছুদিনের জন্য। সেখান থেকেই শুরু এই ছবির গল্প। তবে দর্শকের অপেক্ষার পরিমানটাও কিন্তু বেশ লম্বা।

আরও পড়ুন, ক্যামেরার সামনে ইমন চক্রবর্তী, এবার কারণটা অভিনয়

Advertisment

প্রথম থেকেই পরিচালক বলে এসেছেন এই ছবি ভূতের ভবিষ্যতের সিক্যুয়েল নয়। সম্পূর্ণ আলাদা একটি গল্প।মুনমুন সেনের গেস্ট অ্যাপিয়ারেন্স এই ছবিতে একটি মুখ্য আকর্ষণ। তিনিও যে ভূতের ভূমিকাতেই আসছেন তা আর বলাই বাহুল্য। এছাড়াও ভবিষ্যতের ভূতে অভিনয় করছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, শান্তিলাল মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, বরুণ চন্দ, পরাণ বন্দ্যোপাধ্যায়, বাদশা মিত্র ও সুমন্ত মুখোপাধ্যায়রা ৷ ছবির সঙ্গীতপরিচালনার দায়িত্বে রয়েছেন দেবজ্যোতি মিশ্র। ভবিষ্যতের ভূতের সম্পাদনার দায়িত্ব রয়েছে অর্ঘ্যকমল মিত্রর হাতে।

tollywood