Advertisment
Presenting Partner
Desktop GIF

রাজনীতি, নিষিদ্ধজগৎ, ব্যর্থ পরিচালনার গল্প 'ধানবাদ ব্লুজ'

রজতাভ অর্থাৎ মৃণাল সেন একজন ব্যর্থ পরিচালক। দুটো ছবি হয়ে ওঠেনি নানা কারণে। কিন্তু তার সহকারী মনে করেন স্যার ভাল কাজ করবেই। ঝলকই বলে দিল ভয়ঙ্কর হতে চলেছে ধানবাদ ব্লুজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঝলকই বলে দিল ভয়ঙ্কর হতে চলেছে ধানবাদ ব্লুজ

টিজারের শুরুটাই হয় বিস্ফোরণের শব্দে। ধানবাদে এক পরিচালকের যাত্রা, সফর সঙ্গী সহকারী। ধানবাদ ব্লুজ নিয়ে রজতাভর ব্যর্থ পরিচালকের গল্প। যিনি জীবনের শেষদিকে ঝরিয়ায় ছবি তৈরি করার অফার পান। যে জায়গায় প্রান্তিক মানুষের বাস। সেখানে গিয়েই কীভাবে মাফিয়াদের কাছে প্রয়োজনীয় হয়ে পড়েন তিনি সেই কাহিনিই বলবে এই থ্রিলার। পরিচালনায় সৌরভ চক্রবর্তী। ঠিকই ভাবছেন অভিনেতা সৌরভই পরিচালকের চেয়ারে। ওয়েব সিরিজে ঝলকই বলে দিল ভয়ঙ্কর হতে চলেছে ধানবাদ ব্লুজ।

Advertisment

publive-image শুটিংয়ের সময়ে ধানবাদ ব্লুজ। দৃশ্যের বর্ণনায় পরিচালক সৌরভ চক্রবর্তী। ছবি- অ্যাডভার্ব

রজতাভ অর্থাৎ মৃণাল সেন একজন ব্যর্থ পরিচালক। দুটো ছবি হয়ে ওঠেনি নানা কারণে। কিন্তু তার সহকারী মনে করেন স্যার ভাল কাজ করবেই। সিরিজে শোলাঙ্কির চরিত্রের নাম ঋদ্ধিমা। আসলে জাপানি টয় ও কার্টুনের পর আরও বড় প্রেক্ষাপটে কাজ করেছেন সৌরভ। কলকাতা ছাড়াও সাঁতরাগাছি ও ধানবাদে শুটিং হয়েছে এই ডার্ক থ্রিলারের।

আরও পড়ুন, বন্ধুরা আমাকেই ‘রসগোল্লা’ বানিয়ে ফেলেছে: উজান গঙ্গোপাধ্যায়

গল্পের মূল চরিত্রগুলোতে দেখা যাবে রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, দিবেন্দ্যু ভট্টাচার্য, শোলাঙ্কি রায়, ইমরান হাসনি ও রূপাঞ্জনা মিত্রদের। প্রথমবার ওয়ের সিরিজে দেখা যাবে রজতাভ দত্তকে। ওয়েলে প্রথম কাজ শোলাঙ্কিরও। পান সিং তোমার, স্লামডগ মিলিয়ানেয়ার, ডার্টি পিকচার, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বইয়ের মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ইমরান হাসনি। প্রথমবার বাংলায় কাজ করছেন তিনি। আগামী ১৫ ডিসেম্বর থেকে হইচইয়ে স্ট্রিমিং হবে ধানবাদ ব্লুজ।

hoichoi
Advertisment