শাশুড়ি-বৌমার অভিযোগের তীর, শুরু 'মুখার্জী দার বউ'-এর যাত্রা
শাশুড়ি কিংবা বৌমা, কেউই কি একে অপরকে আপন করে নিতে পারেন? প্রশ্নটা করলেই এক্ষুণি সংসারে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। তবে এই সম্পর্কটা একে অপরের প্রতি দায়িত্বশীলও বটে।
চিরকালই শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে তরজা চলে এসেছে। আর এই সম্পর্কের সমীকরণ বোঝাতে গিয়ে 'আদায়-কাঁচকলায়' শব্দবন্ধটির প্রয়োগ করে এসেছেন অনেকেই। শাশুড়ি কিংবা বৌমা, কেউই কি একে অপরকে আপন করে নিতে পারেন? প্রশ্নটা করলেই এক্ষুণি সংসারে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। তবে এই সম্পর্কটা একে অপরের প্রতি দায়িত্বশীলও বটে।
Advertisment
বাদানুবাদের পর্ব নিয়েই নারীদিবসে, অর্থাৎ ৮ মার্চ, মুক্তি পেতে চলেছে 'মুখার্জী দার বউ'। আর তার আগেই মুক্তি পেল শাশুড়ি শোভারানী ও বৌমা অদিতি চরিত্রের টিজার। আসলে কেউই কি অপরকে নিজের করে নেওয়ার চেষ্টা করেন? নাকি ভালবাসা কোথাও জমা থাকে আর সেখান থেকে অভিমানের পাহাড় তৈরি হয়? এই দু'টি ভিডিও অবশ্য সেই দিকেই ইঙ্গিত করছে।
আধুনিক পরিবারের সমস্যা-জটিলতা কাটিয়ে এখনও নিজের মানুষগুলোর প্রতি যত্নশীল অদিতি। দশ বছরের বিবাহিত জীবনে একটি কন্যাসন্তানও রয়েছে অদিতির। এদিকে চিরাচরিত শাশুড়ি-বৌমার দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে আত্মিক যোগাযোগও আছে শাশুড়ির সঙ্গে। এরকমই একটা পরিবারের প্রেক্ষাপটে চলবে কাহিনি। পরিচালিকা পৃথা চক্রবর্তী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
এটাই প্রথম ছবি পৃথার। তিনি বললেন, সিপুরো ছবিটাই বিয়ের পর মেয়েদের ক্ষমতায়নের জার্নি নিয়ে। মধ্যবিত্ত পরিবারে মুখার্জি দা দোলাচলে থাকেন, বেশিরভাগটাই ব্যালেন্স করে উঠতে পারেন না। তবে এই দুজন নারীকে নিয়ে ছবিটা এগোবে। ছবিতে ঋতুপর্নার চরিত্রটা ক্যাটালিস্টের, এই দুজন নারীদের নিজেদের চিনতে শেখায়।"
শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটি যে প্রযোজক হিসেবে বরাবরই ইন্ডাস্ট্রিতে নতুনদের আনার চেষ্টা করেছেন তার প্রমাণ মিলেছে বহুবার। ছবিতে কনীনিকা, ঋতুপর্ণা ও অনুসূয়া মজুমদার ছাড়াও রয়েছেন অপরাজিতা আঢ্য, বাদশা মৈত্র, বিশ্বনাথ বসু।