Tejasswi Prakash Injured At cooking Show: বছর শেষের প্রাক্কালে অঘটন! হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে কী ঘটল? রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। স্টাইলিশ লুক, গর্জাস আউটফিট আর সকলের সঙ্গে হাসি মুখে কথা বলার জন্য সেলেব পাপারাৎজ্জিদেরও প্রিয় তেজস্বী।
২৮ ডিসেম্বর প্যাপেদের ক্যামেরাতেই ধরা পড়েছে হাতের পুড়ে যাওয়া অংশ। ধূসর বর্ণের জগার্স আর নীল টপে ক্যাজুয়াল লুকে ক্যামেরাবন্দির সময়ই পোড়া অংশ দেখে ছবি শিকারিরা তাঁর কাছে জানতে চান কী হয়েছে। তেজস্বী জানান, রিয়্যালিটি শো মাস্টারশেফ-এ রান্না করতে গিয়েই ঘটেছে বিপত্তি।
সোশ্যাল মিডিয়ায় পোড়া অংশের ছবি পোস্ট করে লেখেন, 'দ্য শো মাস্ট গো অন' । প্রসঙ্গত, পপুলার রিয়্যালিটি শো 'সেলিব্রিটি মাস্টারশেফ'-এ অংশ নিয়েছিলেন তেজস্বী প্রকাশ। তাঁর কথায়, 'গ্যাসের আগুনে হাত পুড়ে গিয়েছে।' পাপারাৎজ্জিদের ক্যামেরায় তেজস্বীর হাতের পোড়া অংশে মলমও দৃশ্যমান।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। নাগিন ৬-এ তেজস্বীর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল দর্শকের দরবারে। ফের ছোট পর্দায় তেজস্বীর কামব্যাকের অপেক্ষায় তাঁর অগণিত অনুরাগীরা। রান্নার শোয়ে তেজস্বীর উপস্থিতি ইতিমধ্যেই সাড়া ফেলেছে ভক্তমহলে।
সম্প্রতি মুক্তি পেয়েছে শোয়ের প্রোমো। কুকিং শো প্রসঙ্গে তেজস্বীর মত, 'আমার তো মনে হয় খাবার হল ভালবাসা। তাই আমি আমার সেরার সেরাটুকু দিয়ে দর্শকের মন জিততে চান। আশা করি এই রেসিপিটা সফল হবে।' রান্নার শোয়ের বিচারকের আসনে রয়েছেন Ranveer Brar ও Vikas Khanna।
এছাড়াও আছেন ফারহা খান। ২০২৫-এর জানুয়ারি থেকে শুরু হবে নতুন শো। প্রতিযোগীদের তালিকায় রয়েছেন গৌরব খান্না, দীপিকা কক্কর, রাজীব আদাতিয়া, নিক্কি তম্বলি, অর্চনা গৌতম প্রমুখ। রান্নার প্রতিও যে সেলেবদের একটা অমোঘ আকর্ষণ থাকে সেটার প্রমাণ এই কুকিং শো।
তাঁরা নিজেদের প্রতিভাকে এখানে মেলে ধরেন। ভিন্ন স্বাদের রান্না করে প্রতিযোগীতায় টিকে থাকার লড়াইয়ে সামিল হন রুপোলি দুনিয়ার সেলেবরা। প্রথম প্রোমোতে দেখা যাচ্ছে শেফ রণবীর আগুন দিয়ে আইসক্রিম কেকের রেসিপি তৈরি করছেন।
প্রতিযোগীরা ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন। ক্যামেরার পিছনে হাসি-মজার মুহূর্তগুলোও তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তেজস্বীও তাঁর ইনস্টা হ্যান্ডেলে বেশ কিছু BTS মোমেন্ট শেয়ার করেছেন।