Advertisment

সেরার সেরা 'খড়কুটো'র বাবিন-গুনগুন জুটি, মমতার হাত থেকে পুরস্কার পেয়ে ধন্য কৌশিক

রাজ্য সরকারের টেলি-অ্যাকাডেমি পুরস্কার কারা কারা পেলেন? দেখুন একনজরে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tele Academy Awards 2022

কৌশিক রায়, তৃণা সাহা

সেই ২০১২ সাল থেকেই পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়ে আসছে। ছোটপর্দার শিল্পী ও কলা-কুশলীদের অনুপ্রেরণা দিতেই রাজ্য সরকারের তরফে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। অতিমারী পেরিয়ে ২০২২ সালেও তার অন্যথা হল না। টেলিপর্দার জনপ্রিয় তারকাদের নিজে হাতে পুরষ্কৃত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের তথ্য-সংস্কৃতির দফতরের তরফে আয়োজিত সেই অনুষ্ঠানের মঞ্চেই বাংলা টেলিভিশনের সেরা জুটির পুরস্কার উঠল 'খড়কুটো'র বাবিন-গুনগুন ওরফে কৌশিক রায় ও তৃণা সাহার হাতে।

Advertisment

মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন কৌশিক রায়ও। শুক্রবার মমতার হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করেছেন 'খড়কুটো'র সৌজন্য। যে অভিনেতা একুশের বিধানসভা ভোটের সময় তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন হাতে। বিধানসভা নির্বাচনে টিকিট না পেলেও এখনও নিঃশব্দেই গেরুয়া শিবিরে রয়ে গিয়েছেন কৌশিক। এবার মমতা সরকারের তরফে পুরস্কৃত হয়ে ধন্যবাদ জানালেন গত ভোটে পদ্ম শিবিরে যোগ দেওয়া অভিনেতা। তবে অনুরাগীরা অবশ্য 'সৌ-গুন' জুটি হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন কৌশিককে।

এদিন কৌশিক রায়ের শেয়ার করা ছবিতে দেখা গেল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মন্ত্রী অরূপ বিশ্বাস, মেয়র ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেনগুপ্তরা। সেখানেই টেলিভিশনের সেরা জুটির পুরস্কার জিতে নিলেন 'খড়কুটো'র সৌজন্য-গুনগুন ওরফে কৌশিক রায় ও তৃণা সাহা। মমতার হাত থেকে টেলি অ্যাকাডেমি পুরস্কার নিয়েই কুশল-মঙ্গল বিনিময় করে ধন্যবাদ জানালেন অভিনেতা। অনুরাগীরাও শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন কমেন্ট বক্সে।

এবার দেখে নিন রাজ্যের তথ্য-সংস্কৃতির দফতরের তরফে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস উঠল কার হাতে?

সেরা অভিনেত্রী- সৌমিত্রা কুণ্ডু, সোনামণি সাহা

সেরা অভিনেতা- আদৃত রায় ও প্রতীক সেন

সেরা খলনায়ক- দেবজ্যোতি রায়চৌধুরি

সেরা খলনায়িকা- ঊষসী চক্রবর্তী

সেরা সহ অভিনেতা- টোটা রায়চৌধুরি, বিশ্বজিৎ চক্রবর্তী

সেরা সহ অভিনেত্রী- লাবণী সরকার, আর্যা বন্দ্যোপাধ্যায়

সেরা মা- সুভদ্রা মুখোপাধ্যায়

সেরা ধারাবাহিক- মিঠাই

সেরা সঞ্চালক- সৌরভ গঙ্গোপাধ্যায়

সেরা পরিচালক- সৌমেন হালদার

সেরা প্রযোজক- স্নেহাশীষ চক্রবর্তী

অনুপ্রেরণামূলক চরিত্র- ইন্দ্রাণী হালদার, শ্বেতা ভট্টাচার্য

মরণোত্তর বিশেষ সম্মান- সৌমিত্র চট্টোপাধ্যায়

লাইফ টাইম অ্যাচিভমেন্ট- শকুন্তলা বড়ুয়া

উল্লেখ্য, দ্বিতীয়বার ক্যানসারকে হারিয়ে অসাধারণ প্রত্যাবর্তনের জন্য পুরস্কৃত করা হল ঐন্দ্রিলা শর্মাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mithai Bengali Television Bengali Serial Koushik Roy Tele Academy Awards 2022 Mamata Banerjee Entertainment News Trina Saha
Advertisment