Advertisment

করোনায় আক্রান্ত টেলিদর্শকদের প্রিয় 'নোয়া' শ্রুতি দাস, রয়েছেন হোম কোয়ারেন্টাইনে

কেমন আছেন অভিনেত্রী এখন?

author-image
IE Bangla Web Desk
New Update
Shruti Das, Bengali Television, Bengali Serial, Tollywood, Kolkata News

৮ জনের বিরুদ্ধে FIR দায়ের অভিনেত্রী শ্রুতি দাসের

ফের করোনার (Covid-19) থাবা টলিপাড়ায়। এবার মারণ ভাইরাসে আক্রান্ত 'দেশের মাটি' ধারাবাহিকের 'নোয়া' ওরফে শ্রুতি দাস (Shruti Das)। ৩ এপ্রিল টেলি অভিনেত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতি নিজেই জানিয়েছেন সেকথা।

Advertisment

কেমন আছেন অভিনেত্রী এখন? বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন। চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলছেন। ওষুধও খাচ্ছেন। করোনার উপসর্গও কিছুটা কাবু করেছে অভিনেত্রীকে। কোনও স্বাদ, গন্ধ বুঝতে পারছেন না। কাশি রয়েছে। শরীরও ভীষণ দুর্বল। এছাড়া আরও কোনও অসুবিধে নেই। গত কয়েকদিনে যাঁরাই শ্রুতির সংস্পর্শে এসেছেন তাঁদেরকেও দায়িত্ববাণ নাগরিকের মতো কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

শ্রুতির মন্তব্য, "যাঁরা এই কয়েকদিনে আমার কাছাকাছি এসেছেন, তাঁদের অনুরোধ জানাচ্ছি, কোভিড টেস্ট করিয়ে নিন।" পাশে থাকার জন্য পরিবার, বন্ধু-বান্ধবদের ধন্যবাদ জানিয়েছেন টেলিদর্শকদের প্রিয় 'নোয়া'। তবে করোনাকে হারিয়ে খুব শীঘ্রই যে রোল ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরছেন, উদ্বিগ্ন অনুরাগীদের উদ্দেশে সেকথাও জানিয়েছেন শ্রুতি দাস।

পাশাপাশি আঙুল তুলেছেন কোভিড সুরক্ষাবিধি লঙ্ঘনকারীদের উদ্দেশেও। খানিক ব্যাঙ্গাত্মক সুরেই তাঁর মন্তব্য, "ফের করোনা যেভাবে উত্তরোত্তর বাড়ছে রাজ্যে, আমরা প্রত্যেকেই কম-বেশি এর জন্য দায়ী। ভোট, ভোটের প্রচার, অবাধ ঘোরাফেরা, যেখানে লোক সমাগম কম হওয়ার কথা সেখানে আরো আরো কত কত লোক আসছে, কোন দলের সভায় বেশি লোক সেসব প্রতিযোগিতা চলছে, সুরক্ষাবলয় বজায় রাখার বালাই নেই। যদিও নাকি এখন করোনার মারাত্মক দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে! তাই ২মের পর কোনোরকম লকডাউন বা আমাদের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থাকে আবার করে শেষ করে দেওয়া হলে আমরা নিশ্চয়ই রুখে দাঁড়াবো বা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এর প্রতিবাদ করবো বা আরো অন্য কিছু! নাকি আবার ডালগোনা কফি বানাবো?"

"শ্যুটিংয়ে গিয়ে কে কতক্ষণ মাস্ক পরে থাকেন, সবটাই সবাই জানি!" স্টুডিওর ঢিলেমির দিকেও ইশারা করলেন শ্রুতি।

tollywood COVID-19 Shruti Das
Advertisment