Advertisment

বিয়ে করলেন টেলি তারকা জুটি মহুয়া-অরিত্র

সাতপাকে বাঁধা পড়লেন আরও এক টেলিভিশনের তারকা জুটি- অরিত্র দত্ত ও মহুয়া হালদার। মা ধারাবাহিকে পরিচিতি পেয়েছিলেন মহুয়া। সেই একই টেলিসিরিজে ছিলেন অরিত্রও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা অনুরাগীদের। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

বিয়ের মরশুমে পিছিয়ে নেই টলিপাড়াও। প্রেমের পর অবশেষ যদিদং হৃদয়ং তব,তদিদং হৃদয়ং মম। সাতপাকে বাঁধা পড়লেন আরও এক টেলিভিশনের তারকা জুটি- অরিত্র দত্ত ও মহুয়া হালদার। মা ধারাবাহিকে পরিচিতি পেয়েছিলেন মহুয়া। সিরিয়ালে ঝিলিকের মায়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। সেই একটি টেলিসিরিজে ছিলেন অরিত্রও। ছোটবেলা থেকেই পর্দার সামনে পরিচিত মুখ অরিত্র। এদিন চারহাত এক হল এই যুগলের।

Advertisment

publive-image বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই দুই টেলি তারকা। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image মালা বদলের প্রাক্কালে। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image অভিনেতা অরিত্র দত্ত। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image বিয়ের পর অরিত্র-মহুয়া। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image রিসেপশনের দিন অরিত্র ও মহুয়া। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image পরিবারের সঙ্গে নবদম্পতি। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image সিঁদুরদানের আগে অরিত্র-মহুয়া। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image চারহাত এক হল এই দুই টেলিভিশন তারকার। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image রিসেপশন। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image টেলিভিশনের কিছু জনপ্রিয় মুখেরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image বিয়ের পর। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image অনুষ্ঠানে উপস্থিত টেলিভিশন জগতের চেনা মানুষজন। ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

publive-image ফোটো- অরিত্রর ফেসবুক সৌজন্যে।

আরও পড়ুন, সিনেমা ‘উৎসব’ নিয়ে আসছেন ঋতুপর্ণা

তবে শুধুমাত্র ধারাবাহিকেই নয়, মঞ্চেও নিয়মিত অভিয়ন করছেন অরিত্র-মহুয়া। ফোর্থ বেলের ছাড়পত্র নাটকে কাজ করেছেন একসঙ্গে। বেশকিছু দিন ধরেই এই দুজনের সম্পর্কের গুঞ্জন ছিল টলিপাড়ায়। অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ে ও রিসেপশনে উপস্থিত ছিলেন টেলিভিশনের অনেক তারকা। আর অন্যদিকে বিয়ের ছবিতে ছয়লাপ নেটরপাড়া।

tollywood
Advertisment