New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/tv.jpg)
দুজনের খুনসুটি দেখার মত...
Tv couple: বিয়ের শুটিংয়ের আগে যা মারামারি শুরু করলেন সায়ন এবং মোহনা, দেখে হাসছে নেটপাড়া। বিয়ের বর কনের সাজ ছিল একদম বাঙালি সাবেকি স্টাইলে। পরনে লাল রঙের বেনারসি, মোহনা মাইতিকে দেখা গেল একদম নতুন বউ হিসেবে।
দুজনের খুনসুটি দেখার মত...
টেলিভিশনের জনপ্রিয় জুটির মধ্যে মোহনা এবং সায়নের গল্প না বললেই নয়। এবং তাঁর থেকেও বড় কথা, ধারাবাহিক কে প্রথম কাছে এসেছিতে তাঁদের দুইয়ের বিয়ে নিয়ে চলেছে নানা কান্ড কীর্তি। মেয়ে মিহিকে নিয়েই দুজনের সুখের সংসার বাঁধার চেষ্টা।
কিন্তু, বিয়ের শুটিংয়ের আগে যা মারামারি শুরু করলেন সায়ন এবং মোহনা, দেখে হাসছে নেটপাড়া। বিয়ের বর কনের সাজ ছিল একদম বাঙালি সাবেকি স্টাইলে। পরনে লাল রঙের বেনারসি, মোহনা মাইতিকে দেখা গেল একদম নতুন বউ হিসেবে। কিন্তু দুজনের মারামারি দেখলে চমকে যেতে হয়।
মিহির ভালোলোক নতুন বউয়ের সঙ্গে মারামারি করতে ব্যস্ত। সেই দৃশ্যই ধরা পড়ল ক্যামেরায়। দুজনের মধ্যে খুনসুটি চলছিল দারুণ, তখনই সায়ন একরকম প্রায় তেড়ে গেলেন মোহনার দিকে। কিন্তু না, এত মিষ্টি মানুষ সামনে থাকলে মারা যায়? তবে, মোহনা কিন্তু একদম অন্যরকম। সে কাউন্টার ব্যাক করতে পিছপা হলেন না। উল্টে দিলেন বসিয়ে সায়নকে কয়েক ঘা।
আর সেও, অল্প একটু মার খেয়ে, অভিনয় যা করলেন সেটা দারুণ। মোহনার হাতে ঘা খেয়েই তাঁর চোখে মুখে এমন ভাব যেন কত জোর মার খেয়েছেন। আর এই দৃশ্য দেখেই কেউ কেউ বেজায় হাসছেন। আর কেউ কেউ নিন্দাও করলেন। তাঁদের কথায়, এখন ক্যামেরার যুগে কিছুই অদেখা নয়। আবার কেউ কেউ বলেন, আশ্চর্য হই ভেবে যে আজকালকার কোনো মানুষেরই ব্যক্তিত্ব বলে কী কোনো পদার্থ নেই! সমাজ, সহবত, সংস্কারের ধার ধারেন ভালো কিন্তু শালীনতাবোধ বলে তো কিছু আছে! না কী এটা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড? আবার কেউ মজা করে বললেন, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করুন। হাফ প্রপার্টি দাবি করুন।