স্ত্রীকে বিমানবন্দরে আনতে গিয়েই বিপত্তি। এয়ারপোর্ট পুলিশের সঙ্গে বচসা অভিনেতা মৈনাক বন্দোপাধ্যায়ের। পুলিশের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ অভিনেতার। সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কী বলছেন অভিনেতা?
অভিনেতার বক্তব্য অনুযায়ী, তাঁর স্ত্রীকে রাত্রিবেলা বিমান বন্দর থেকে আনতে গিয়েই গুরুতর হেনস্থার মুখে পড়েন। এয়ারপোর্ট এর ১- বি গেটে দাঁড়িয়ে থাকাকালীন শুরু হয়ে যায় গন্ডগোল। ব্যাগপত্র নিয়ে ধীরে ধীরে তাঁর স্ত্রী এগোতে থাকলেই পুলিশ এসে বাঁধা দেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। শুধু তাই নয়, পরিস্থিতি সামলাতে তিনি এগিয়ে গেলে তাঁর সঙ্গেও খারাপ ব্যাবহার শুরু করা হয়। ঘটনায় বেশ অস্বস্তিতে পড়েন অভিনেতা এবং তাঁর স্ত্রী। থানায় নিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত পেয়েছিলেন তারা। সেইসময়ই রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন তারা।
এয়ারপোর্ট চত্বরে তখন দাঁড়িয়ে রয়েছেন অনেকেই। একা তিনি নন, গাড়িও ছিল বেশ অনেকগুলো। তবে, এক সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, "আমার স্ত্রীকে আনতে আমি এয়ারপোর্টের ১- বি গেটের সামনে গাড়ি নিয়ে যাই। তারপরই আমায় সেখান থেকে চলে যেতে বলা হয়। আমি আমার স্ত্রীকে খুঁজতে ধীরে ধীরে এগোতে থাকি। হঠাৎ করেই ওরা আমার গাড়ির সামনে হুড়মুড়িয়ে এসে পড়ে"। অন্যান্য অনেক গাড়ি দাঁড়িয়ে থাকলেও বাকিদের সঙ্গে এহেন ব্যবহার করা হয়নি বলেই দাবি করেছেন অভিনেতা।
শুধু তাই নয়, অভিনেতার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করেন পুলিশকর্মীরা। ফলেই গাড়ি থেকে নামতে বাধ্য হন মৈনাক। এবং শুরু হয় বচসা। মৈনাক যে অভিনেতা সেটা সম্পর্কে তারা অবগত ছিলেন। তাঁর পেশা টেনেও যা নয় তাই বলেন পুলিশকর্মীরা। অভিনেতা বলেন, "আমায় অনেক পুলিশকর্মীরা এমনও বলছিলেন সিরিয়াল সিনেমায় অভিনয় করেন, ফুটানি বার করে দেব। একদিন, লকাপে ঢুকিয়ে দেব, এফ আই আর করে দেব, জীবন বরবাদ হয়ে যাবে। এগুলো তো আমার শোনার কথা না? এগুলো আমার প্রাপ্য নয়!"...
ঘটনা বেশ খারাপ জায়গায় পৌঁছায়। তাঁদের গাড়ি ছাড়াতে থানায় পর্যন্ত যেতে হয়। যদিও, অভিনেতা দাবি করেছেন থানায় যাওয়ার পরেও তাঁর সঙ্গে কোনওরকম সহযোগিতা করা হয় নি। পুলিশ আধিকারিকের সঙ্গে কথোপকথনের পরেই সমস্যার সমাধান হয়।