পুজো মানেই কি সকলের কাছে আনন্দের, একটু খেয়াল করলে দেখা যাবে বিপদ কিন্তু লেগেই থাকে। অন্তত, এবার পুজোয় রুবেল দাস সারাদিন হাসপাতালেই কাটিয়েছেন। পায়ের সমস্যা সেরে উঠতে না উঠতেই ফের একবার...
Advertisment
কিছুমাস আগেই তিনি শুটিং করতে গিয়ে গোড়ালি ভেঙে ফেলেছিলেন। বেশ কিছুদিন বাড়িতে বিশ্রামে থাকার পর, তিনি ফিরেছিলেন শুটিং উপলক্ষে। কিন্তু বেশিদিন স্থায়ী হল না সেই সুখ। ফের আবার তিনি হাসপাতালে ভর্তি। সারাটা পুজো তাঁকে সঙ্গ দিয়ে গেলেন শ্বেতা। কাছের মানুষকে একবিন্দু একা ছাড়লেন না। কী হয়েছে রুবেলের?
অভিনেতা লিখলেন সোশ্যাল মিডিয়ায়। শরীর খারাপ রুবেলের। মশার কামড় এবার তাঁকেও রেহাই দিল না। ডেঙ্গুতে চূড়ান্ত ভুগলেন তিনি। কিন্তু, তারপরেও বিজয়ার শুভেচ্ছা জানালেন। লিখলেন..."শুভ বিজয়া জানাই সকলকে। এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধূ সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল।"
শ্বেতা ভট্টাচার্য, তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে জড়িয়ে গিয়েছেন। তাই তো, কাছের মানুষের জন্য এবারের পুজোর আনন্দ থেকেও নিজেকে দূরে রাখলেন তিনি। পাশে থাকলেন তাঁর। রাত জাগতে জাগতে চোখের নিচে কালি পড়ে গিয়েছে। রুবেল আরও লিখছেন...
"বিশেষ করে শ্বেতা না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল, আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টর এর সাথে কথা বলা, আমার ওষুধ, আমার blood test , platelet নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হলো উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ । কৃতজ্ঞ তোমার কাছে।"
উমা ফিরেছেন শ্বশুরবাড়ি। রুবেলের সুস্থতা কামনা করেছেন সকলে। একের পর এক ঝড় যাচ্ছে তাঁর। অভিনেতা আপাতত অনেকটা সুস্থ। এবার সুস্থ হয়ে বাড়ি আসার পালা।