/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/samrat.jpg)
samrat mukherjee news- দেখে নিন আজকের রাশিফল
ফের একবার বিয়ে করলেন সম্রাট মুখোপাধ্যায়। আবার সেটা গর্ব করে সোশ্যাল মিডিয়ায় জানালেন? অভিনেতা একি কান্ড করলেন!
ঘটনা সপ্তাহ খানেক আগের। অভিনেতা প্রকাশ্যে নিজের বিয়ের কথা জানালেন সোশ্যাল মিডিয়ায়। পাশে নতুন বউকে নিয়েই ছবি পোস্ট করলেন। তারপর, আবার জানালেন সেকথা সোশ্যাল মিডিয়ায়! বউ ময়নাকে উদ্দেশ্যে করে কী বললেন তিনি? সোশ্যাল মিডিয়ায় চলল নানা কথা।
অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় বিয়ে করার পর বউকে নিয়ে শুধু ছবি আপলোড করলেন এমনটা নয়। বরং, তিনি এও লিখলেন - খুব ক্ষমাপ্রার্থী ময়না। আবার বিয়ে করে ফেললাম। যদিও, তাঁর স্ত্রীর কোনও বক্তব্য এই প্রসঙ্গে পাওয়া যায়নি। অভিনেতা কাকে বিয়ে করলেন?
আসলে, তিনি বিয়ে করেছেন ধারাবাহিকে। আকাশ কুসুমে অভিনেত্রী কথা চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। আর এবার, সেই সিরিয়ালে তাঁকে বিয়ে করতে হয়েছে। সেখানেই গাঁটছড়া বেঁধেছেন তারা দুটিতে। এদিকে, সম্রাটের এহেন মন্তব্য দেখে নেটপাড়ার বেশিরভাগ হেসে খুন। কে কী বলছেন..?
কেউ বলছেন, সম্রাট দা দিদি কিন্তু রেগে যাবে। আবার কেউ বললেন, এটা সেরা বলেছ। আবার কারওর কথায়, দুই ছেলে এসে এবার পেটাবে। আবার কেউ বললেন, বাপ বেটি মনে হচ্ছে। যদিও, অনেকদিন পর সম্রাট লিড চরিত্রে এসেছেন। কিছুদিন আগেও মহাদেব সেজে বেজায় ট্রোল হয়েছিলেন তিনি।