আবারও বিয়ের সানাই টলিপাড়ায়। চার হাত এক হতে চলেছে উদয় এবং অনামিকার। দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্ব এবং প্রেমের বন্ধন এবার পরিণতি পাওয়ার অপেক্ষা… তারিখ কি ফিক্স হল?
দুজনেই প্রেম নিয়ে কখনও রাখঢাক করেন নি। মাঝেমধ্যে এদিক ওদিক বেরিয়ে পড়েন। তখনও অনুরাগীদের উদ্দেশ্যে ছবি শেয়ার করেই থাকেন তাঁরা। কিন্তু বিয়ে কবে করছেন? এই প্রশ্ন শুনতে শুনতে অতিষ্ঠ তাঁরা। সামনেই টলিপাড়ায় অনেক বিয়ে। কিন্তু উদয় অনামিকার বিয়ের সানাই কবে বাজতে চলেছে? সেই নিয়েই এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনামিকা।
অভিনেত্রী নিজের কেরিয়ারে যথেষ্ট ব্যস্ত। কিন্তু তারপরেও বিয়ের প্ল্যানিং তো করতেই হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “না, সত্যিই এবার নিয়ে নিয়ে ভাবছি। তারিখ ঠিক হয় নি। তবে, কথা চলছে।” টলিউডের বেশ পরিচিত মুখ দুজনেই। নিশ্চই গ্র্যান্ড ওয়েডিং প্ল্যান করছেন তারা? কিন্তু অভিনেত্রীর কথায়, একেবারেই না! বরং খুব ঘনিষ্ঠ কিছু মানুষকে ডাকা হবে। বিরাট কিছুর প্ল্যানিং একেবারেই নেই। ইন্টিমেন্ট ওয়েডিং হবে বলেই জানিয়েছেন তারা।
উল্লেখ্য, শুধু অভিনেত্রী একা নন। বরং হবু বর উদয়ও কিন্তু একই কথা জানিয়েছেন। আদৌ ডেস্টিনেশন ওয়েডিং হবে নাকি কলকাতাতেই সেসব কিছুই ঠিক হয়নি। বিয়ের প্রস্তুতি শুরু হতে আর বেশি দেরি নেই। তাঁর কথায়, এইবছরই আমাদের চার হাত এক হবে। এখন দুজনেই খুব ব্যস্ত। মিঠাই ধারাবাহিকে রাতুল হিসেবে দেখা যায় উদয়কে। অন্যদিকে অনামিকা ব্যস্ত থাকেন নানা ওয়েব সিরিজে। কিন্তু শীঘ্রই যে সানাই বাজবে একথা একদম পরিষ্কার।