Advertisment
Presenting Partner
Desktop GIF

হিন্দি সিরিয়ালের মেকাপ রুমেই নিজেকে আটকে রাখতেন অদ্রিজা! দেমাগ বেড়েছিল নাকি....

হিন্দি সিরিয়ালে অভিনয় করার পরই অদ্রিজা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adrija roy, adrija addy, adrija roy hindi serial, durga aur charu, aniru, anirban and charu, colors serial durga aur charu, adrija roy at didi no one, অদ্রিজা রায়, টলিউড, বলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

অদ্রিজার মন্তব্য

টলিউড থেকে বলিউড, এই সুযোগ হাতছাড়া করতে কেউ চায় না। বিশেষ করে হিন্দি টিভি সিরিয়াল থেকে গোটা ভারতের মনে জায়গা করে নেওয়া যায়। বাংলার মেয়ে অদ্রিজার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হয় নি।

Advertisment

টলিপাড়ায় ধারাবাহিকের সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তীর ছবিতেও তিনি নজরে এসেছিলেন। তারপরই বলিউডে পা দেন। সেখানে দুর্গা আউর চারু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। বাংলার মেয়ের হিন্দি বলতে ঠিক কতটা সুবিধা হয়েছিল সেখানে? অদ্রিজা নাকি নিজেকে সারাদিন মেকাপ রুমে বন্ধ করে রাখতেন। বাকি অভিনেতারা ভাবতেন, দেমাগ রয়েছে তাঁর? খোলসা করলেন সেসব ঘটনা।

আরও পড়ুন < ‘পরিচালককে দাদা ডাকলে হিরোইন হওয়া যায় না…’, অভিনেত্রীকে একথা বলেন রাজ চক্রবর্তী! >

অদ্রিজা দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়েই জানালেন মুম্বইয়ের সিরিয়ালের অভিজ্ঞতা। একেই তো, বাংলা সেখানে কেউ বুঝবে না। ফলেই হিন্দি ইংরেজি শিখতেই হত তাঁকে। অভিনেত্রী বলেন, "আমি নিজেকে কিভাবে তৈরি করতাম, শুনলে অবাক হবে। মানসিকভাবে প্রস্তুত করতাম। স্ক্রিপ্ট আসত ইংরেজিতে। সেটাকে ট্রান্সলেট করা আমার পক্ষে সম্ভব হত না। আমি দারুণ মুখস্ত বিদ্যার পারদর্শী। পুরোটা মুখস্থ করেই ডায়লগ বলতাম। আবার, যেহেতু সিরিয়ালে একটি বাংলা পরিবারকে দেখানো হতো। সেখানে কিছু কিছু বাংলা সংলাপ আমার কাছ থেকে জেনে নিত ওরা।"

শুরুর দিকে একদম অজানা অচেনা পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারতেন না। একে ভাষার সমস্যা, কথা বলার জো নেই। সারাদিন, মেকাপ রুমে আটকে রাখতেন নিজেকে। অদ্রিজা বললেন, "আমায় দেখে সবাই ভাবত যে প্রচুর হয়তো দেমাগ। সেই কারণে মেকাপ রুম থেকে বেরোচ্ছি না। কিন্তু, আমি যে পড়াশোনা করতাম। স্ক্রিপ্ট দেখে তো চোখ কপালে। যেটা বুঝতে পারতাম না, লিখে রাখতাম।"

তবে, অভিনেত্রী একথা জানালেন, শেষ কয়েক মাসে যে ভালবাসা তিনি পেয়েছেন সেটি বলার অপেক্ষা রাখে না। তাই, মুম্বইয়ের মাটিতে এখন ধারাবাহিক ভাবে কাজ করতে চান তিনি। কথাও চলছে নতুন কাজের। নিজের হিন্দি আগের থেকে অনেক ভাল করেছেন তিনি।

tollywood Adrija Roy bollywood Entertainment News
Advertisment