দীর্ঘদিন ধরে অভিনয়, তাঁর সঙ্গে ধীরে ধীরে জনপ্রিয়তা আসে। কিন্তু, এখনকার দিনে আর সেসব হয় না। ওয়ান সিরিয়াল ওয়ান্ডার শব্দটার সঙ্গে অনেকেই পরিচিত। চরিত্র হয়ে ওঠার আগেই জনপ্রিয়তা।
অভিনয় শেখার থেকে বেশি দ্রুত গতিতে ওপরে ওঠার আকাঙ্খা। বর্তমান প্রজন্মের হিরোইনদের মধ্যে অতিরিক্ত চাহিদা প্রসঙ্গে আগেও আওয়াজ তুলেছিলেন অনেকে। এবার দেবযানী চট্টোপাধ্যায়ের কথায়, অভিনেতা অভিনেত্রী হিসেবেও ওদের নিজেকে প্রমাণ করার দরকার নেই। ওরা যে জায়গায় এসেছে সেখানে এই পদ্ধতিটা নেইই।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়েই বর্তমান ধারাবাহিকের নায়ক নায়িকাদের নিয়ে অকপট দেবযানী। সোজা ভাষায় বললেন, আমাদের সময় এমন ছিল না। আমরা ছোট চরিত্র দিয়ে শুরু করেছি। সাহস আর ভরসা পেয়ে আরেকটু এগিয়েছি। যারা তথাকথিত সুপারস্টার, তারাও কিন্তু প্রতিদিন নিজেদেরকে প্রমাণ করে। একজন অভিনেতা অভিনেত্রীকে নিজেকে জাস্টিফাই করা খুব দরকার। এটা আমাদের কাজের বৈশিষ্ট্য। প্রমাণ না করলে আমাদের সময় কিছুই হত না। কিন্তু, এখন সেটা পাল্টে গিয়েছে।
সময় পাল্টায়, অতীতের নানা রূপ বদলে বর্তমান জায়গা করে নেয় নিজের মত করে। শুধু তাই নয়, কাজের ধরণ পর্যন্ত পাল্টে যায়। তাই তো, দেবযানী বলেন আমাদের শুরু একরকম। ওদেরটা অন্যরকম। ওদের প্রমাণ করার প্রয়োজন নেই। তাই কাজের ক্ষেত্রে ধৈর্য রাখার প্রয়োজন নেই। এটা ওদের দোষ না। সিস্টেমটাই বদলে গিয়েছে।
কিছুদিন আগেও অভিনেত্রী পল্লবীর মৃত্যুর পর আওয়াজ উঠেছিল। অল্প সময়েই চূড়ান্ত আকাঙ্খার জেরে অনেকেই ভুল পথে পা বাড়াচ্ছেন এমন কথাও শোনা গিয়েছিল।