scorecardresearch

বড় খবর

চড়া রোদে শুটিং! হিট স্ট্রোক দোলন রায়ের, হাসপাতালে অভিনেত্রী

দুঃসংবাদ!…

চড়া রোদে শুটিং! হিট স্ট্রোক দোলন রায়ের, হাসপাতালে অভিনেত্রী
দোলন রায়

একে কলকাতার ভ্যাপসা গরম। অন্যদিকে চড়া রোদ। তারমধ্যে আউটডোর শুটিং। সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত দোলন রায়। অভিনেত্রী এইমুহূর্তে ভর্তি হাসপাতালে।

সূত্রের খবর, একটানা রোদে শুটিং করে বাড়িতে ফিরেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দোলন রায়। এরপরই অভিনেত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বাংলা সিরিয়াল ‘টুম্পা অটোওয়ালি’র শুট করছিলেন দোলন। সেখান থেকে ফিরেই এমন বিপত্তি।

[ আরও পড়ুন: ‘ভিড়ে চাপা পড়ে আমরাও মরতে চাই!’ বিস্ফোরক নচিকেতা]

প্রসঙ্গত, বাংলা বিনোদনজগতে বেজায় পরিচিত মুখ দোলন রায়। বথর খানেক আগেই অভিনেতা দীপঙ্কর দের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। শুট সামলানোর পাশাপাশি ঘরকন্নাও সামলান সমানভাবে। একাধিক সিরিয়ালে অভিনয়ও করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর কেমন আছেন এখন দোলন রায়? অভিনেত্রী জানান, তাঁর পরিস্থিতি আপাতত স্থিতিশীল। বৃহস্পতিবার খুব খারাপ অবস্থা ছিল বলেও জানান তিনি। তবে শুক্রবার তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে খানিক। অভিনেত্রীর কথায়, এত গরম পড়াতেই অসুস্থ হয়ে পড়েছেন। আশা করছেন, খুব তা়ড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। এদিকে স্ত্রী দোলনের অসুস্থ হওয়ায় বেজায় উদ্বিগ্ন দীপঙ্কর দে। তিনিও যতটা সম্ভব খেয়াল রাখছেন তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Actress dolon roy is hospitalized after heat stroke