Advertisment
Presenting Partner
Desktop GIF

পুত্রকে কোলে নিয়ে ক্যামেরার সামনে 'হাওড়া ব্রিজের' মোনালিসা, কী নাম রাখলেন ছেলের?

ছেলেকে দেখালেন মোনালিসা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actress monalisa paul shared baby boy face sangeet bangla

মোনালিসাকে মনে আছে তো?

মা হয়েছেন অক্টোবর মাসেই, সুখবর দিয়েছিলেন অভিনেত্রী মোনালিসা। আর এবার কিছুদিন গড়াতেই পুঁচকে সদস্যর মুখ দেখালেন তিনি। সাদা কাপড়ে একদম ছোট্ট ছেলেকে নিয়েই ক্যমেরার সামনে পোজ দিলেন অভিনেত্রী।

Advertisment

সঙ্গীত বাঙালি হাওড়া ব্রিজ অনুষ্ঠান থেকে জনপ্রিয়তা। তখন আপামর বাংলা কিশোর কিশোরীর কাছের মানুষ মোনালিসা। সকাল আটটা বাজতেই টিভির সামনে হানা দিতেন সকলে। একের পর এক চিঠি পড়তেন মোনালিসা, আর তাঁর সঙ্গে থাকত বাংলা সিনেমার গান। দীর্ঘ অনেক বছর সেই জায়গায় কাজ করেছেন। তারপর বাংলা ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।

স্বামী বিশ্বজিতের সঙ্গে দীর্ঘদিন লং ডিসটেন্স সম্পর্কে ছিলেন। তবে, বছর চারেক আগেই গাঁটছড়া বাঁধেন তাঁরা। এবছর অক্টোবরে সন্তানের সুখবর দিয়েছেন। কোলে একরত্তি ছেলে রেয়ানশ, সকলের উদ্দেশ্যে ছবি পোস্ট করলেন মোনালিসা। কে আপন কে পর ধারাবাহিকের পর আর সেইভাবে তাঁকে কোথাও দেখা যায় নি। ছোট্ট সদস্য এসেছে বলে কথা, দায়িত্ব বেড়েছে বেজায়।

ছেলে একদমই ছোট। তাই তো, তাঁকে দেখে রাখতে কাজ থেকে বিরতি নিয়েছেন মোনালিসা। টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ তিনি, ধারাবাহিকে নেগেটিভ চরিত্রেই বেশি দেখা গেছে তাঁকে। এখন সংসার সন্তান সামলে কবে ফেরেন সেটাই দেখার।

Bengali Serial Bengali Television Bengali Actress
Advertisment