/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/sayantani.jpg)
সত্যিটা জানালেন সায়ন্তনী
অভিনয়ের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবনে, তারকাদের কতকিছুই না ঘটে থাকে। টেলিভিশনে প্রতিদিন অভিনয় করতে করতে একঘেয়ে জীবন থেকে বাঁচার যেন একটাই রসদ,তার নাম পরিবার।
অন্তত, দুই পরিচিত মুখ ইন্দ্রনীল-সায়ন্তনী ঠিক এমনটাই মনে করেন। সম্প্রতি, জি বাংলার একটি শোয়ে সায়ন্তনী তাঁর শ্বশুরবাড়ির গল্প করতে গিয়েই নানা কথা বলেন। অভিনেত্রী এবং তাঁর পরিবারের সকলে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। সেখানেই তিনি বললেন…
"বাবাই-আর মাম্মামকে পাওয়া আমার জীবনের অন্যতম পরম প্রাপ্তি। বিশেষ করে বাবাইকে, কারণ আমি অনেকবছর আগে আমার বাবাকে হারিয়েছি।" অভিনেত্রী এর আগেও একবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, তাঁর শশুরমশাই ছেলেকে একটু বেশিই ভালবাসেন। বরং ইন্দ্রনীল একমাত্র ছেলে হওয়ার পরেও তাঁর মা খুব স্ট্রিক্ট। কিন্তু, এতগুলো বছরে, যেন শশুরমশাই বাবা হয়ে উঠেছেন তাঁর কাছে।
আরও পড়ুন- ‘এভাবে মারধর করিস..?’ ফাহিমের অত্যাচার দেখে চোখমুখ কুঁচকে এল সৌরভের!
অভিনেত্রী আরও যোগ করলেন, "ঠিক আমার বাবার কাছে যেমন করে আবদার করতাম, আমার বাবাইয়ের কাছেও সেটাই করি। ভাগ্যিস আমার ইন্দ্রনীলের সঙ্গে বিয়েটা হয়েছিল, নাহলে এতভাল পরিবারটা পেতাম না।" সায়ন্তনীর কথায় একেবারেই সহমত অপরাজিতা খোদ।
উল্লেখ্য, এই তারকা দম্পতি ধারাবাহিকভাবে কাজ করলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তাঁরা রিলস বানিয়ে কিংবা নানা মাধ্যমে বিনোদন দিয়ে থাকেন।