উচ্ছেবাবু কোথায়? সিধাইকে একসঙ্গে দেখতে না পেয়ে মাথায় হাত ভক্তদের। হঠাৎ করেই হাওয়া তিনি। ১০ই মার্চের পর সোশ্যাল মিডিয়ায় আর কোনও পোস্ট নেই। কোথায় গেলেন? এই নিয়েই যখন ঘুম উড়েছে সকলের। তখন প্রায় ১১ দিন পর আবারও দেখা দিলেন তিনি। একদিকে যেমন মিঠাই এর এপিসোডে তাঁর দেখা নেই তেমনই সোশ্যাল মিডিয়া থেকেও গায়েব হয়েছিলেন।
সকাল হতেই সকলকে স্বস্তি দিলেন আদৃত অর্থাৎ সিদ্ধার্থ মোদক। কী হয়েছিল তাঁর? সূত্রের খরব, পায়ে চোট পেয়েছিলেন তিনি। শুটিং করতে গিয়ে নয়, বরং খেলতে গিয়েই পায়ে আঘাত পান তিনি। যেকারণে বেশ কিছুদিন ছুটিতে ছিলেন। বিশ্রাম নিচ্ছিলেন অভিনেতা। কিন্তু আর চিন্তার কারণ নেই, বরং এখন অনেকটাই সুস্থ, শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি। তবে, চেহারা যে একটু হলেও ভেঙেছে একথা পরিষ্কার। চোখে মুখে অসুস্থতার ছাপ। তাও ভক্তদের আর কতক্ষণ অপেক্ষা করানো যায়?
তাই তো, সমাজমাধ্যমে পোস্ট করলেন তিনি। লিখলেন, “সকলের জন্য ফিরে আসতেই হল। সকলকে ধন্যবাদ যারা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। আপনারা অনেক চিন্তিত ছিলেন। সকলকে ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন। ফিরেই একটা ফটোশুট করতেই হল, একটু রোগাও হয়ে গিয়েছি মনে হয়”। তবে, সিদ্ধার্থকে দেখে একদিকে যেমন সকলে খুশি হয়েছেন অন্যদিকে তাঁর চেহারার ভাঙন দেখে বেশ চিন্তাও করেছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় এমনিতেও খুব একটা সক্রিয় নন তিনি। কিন্তু মাঝেমধ্যে পোস্ট করেই থাকেন অনুরাগীদের জন্য। সেক্ষেত্রেও প্রায় ১৩ দিনের ছেদ। আদৌ কি হয়েছিল আদৃতের এই নিয়ে প্রশ্নের শেষ নেই। কেউ কেউ বললেন, যে ভাবলাম হয়তো ঘুরতে গেছ! আবার কেউ কেউ জানতেনই না, যে অসুস্থ আদৃত। অভিনেতাকে ফিরতে দেখে আনন্দে আত্মহারা মিঠাই ভক্তরা।