Advertisment
Presenting Partner
Desktop GIF

'ওরা তো আমায় মেরেও ফেলেছে…', তোপ দাগলেন 'মিঠাই' খ্যাত অভিনেতা আদৃত!

রেগে আগুন আদৃত, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
adrit roy, mithai, adrit roy mithai actor, adrit roy tv actor, adrit roy facebook post, adrit roy soumitrisha, adritrisha, আদৃত রায়, মিঠাই, জি বাংলা, টলিউড, বলিউড, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

আদৃত রায়ের পোস্ট

তিনি টেলিদুনিয়ার কাছে সারাজীবন সিদ্ধার্থ হয়েই থাকবেন। মিঠাই থেকেই জনপ্রিয়তা। কিছুদিন আগেই শেষ হয়ছে জনপ্রিয় এই ধারাবাহিক। তারপর, থেকেই শোরগোল তুঙ্গে তিনি নাকি সই করে ফেলেছেন নতুন ধারাবাহিকে! টলিপাড়ার হট নায়িকার সঙ্গেই নাকি জুটি বাঁধছেন!

Advertisment

মিঠাই শেষ হওয়ার পরেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিনেতার নিজের তরফে নতুন ধারাবাহিকের কোনও খবর না থাকলেও, টলিপাড়ার অন্দরে নাকি খবর ছড়িয়ে গিয়েছে। আর সেই নিয়েই রীতিমতো উদ্বিগ্ন আদৃত। সিরিয়ালের মাথা মুন্ডু নেই, কোথা থেকেই বা এল, কেই বা জানাল? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁর মাথায়। এবার সকলের চিন্তা ভাবনা কমিয়ে নিজেই জানালেন এক অবিশ্বাস্য খবর।

আরও পড়ুন < জিতুর সঙ্গে বিচ্ছেদের পরেই মনোবিদের কাছে? মন-মানসিকতা ঠিক রাখতে অভিনেত্রী যা করলেন… >

সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন আদৃত। কিন্তু, তাঁকে নিয়ে কোনও খবর রটলে সেটি তাঁর নজর এড়ায় না। বরং অভিনেতা এবার সকলের ভুল ভাঙিয়ে বললেন... "আমার কাছে অনেকেই জানতে চাইছেন যে নতুন কোনও টেলিভিশন শো করছি কিনা। সবেমাত্র কিছু নিউজ পোর্টাল থেকে আমিও জানতে পারলাম। বলছি, তাঁদের ইগনোর করুন যেমন আমিও করি। ওরা তো আমার দুবার মেরেও ফেলেছে। গতবছর একবার, আর এবছর আরেকবার। হয়তো, তাঁদের সূত্র খুব উন্নত আর নয়তো তাঁরা আমায় খুব বেশি ভালবাসে। এটা গুজব ছাড়া কিছুই না, যে আমি আরেকটি টেলিভিশন শো করছি। এসব ভুয়ো খবরে কান দেবেন না।"

সহজ ভাষায় সমস্ত জল্পনা উড়িয়ে দিলেন তিনি। আপাতত, কাজের ব্যস্ততা রয়েছে। নতুন প্ল্যানিং সেরে ফেলেছেন তিনি। কিন্তু, সবকিছুই সময়ের অপেক্ষা। সাফ জানালেন, "আমি প্রস্তুতি নিচ্ছি নতুন কিছুর। সময় হলে ঠিক জানাবো।" ভুয়ো নিউজ পোর্টাল থেকে দূরত্ব রাখতেও বলেছেন তিনি। সুস্থ আছেন তিনি, ভাল আছেন...অযথা যেন ভক্তরা চিন্তা না করেন এই দাবিও রাখেন তিনি।

উল্লেখ্য, মিঠাই শেষ হওয়ার পর থেকেই সিধাইকে নিদারুণ মিস করেন অনুরাগীরা। সৌমিতৃষা নিজে ব্যস্ত প্রধানের শুটিং শুরুর উপলক্ষে। আর, এবার আদৃত নিজেও জানালেন সামনেই বড় ধামাকা দিতে চলেছেন তিনি।

tollywood Adrit Roy Entertainment News
Advertisment