রেগে আগুন ছোট্ট বোধি! কিন্তু হঠাৎ করেই বা খুদে মানুষের এরকম ভয়ঙ্কর রেগে গেলই বা কেন? বাড়িতে কোনও ঝামেলা হল নাকি! যে মুখ গোমড়া করে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিল সে?
Advertisment
বাড়িতে নতুন অতিথির কারণে তার খাতিরদারি কমেছে কিনা। আর সেই কারণেই রেগে আগুন বোধিসত্ত্ব। পরিবারের সকলের কাছে একেবারেই গুরুত্ব পাচ্ছে না সে। ব্যাস! অমনি রেগে আগুন বোধি। সৃজিতাকে সকলেই বেশি ভালবাসছে, এই দুঃখ সে কোথায় রাখে? একেবারেই পোটলা পুঁটুলি বেঁধে সোজা বাড়ি থেকে পালাল সে।
রাগের চোটে বলেই বসল ওকেই এ বাড়ির মেয়ে করে নাও! আমি চললাম.. যেমনি বলা তেমনই কাজ। নিজের বাড়ি বানিয়ে থাকবে সে। সুটকেস সাইকেলের সঙ্গে বেঁধে অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে বেশি দুর যেতেই অলুক্ষণে কান্ড! চোর ছ্যাচরের সম্মুখে পড়তেই ভয়ের চোটে অস্থির দশা। সোজা সাইকেল থেকে নেমে মা বাঁচাও বলে পো পা দৌড়।
ছেলেধরার হাত থেকে বাঁচতে পারবে তো ছোট্ট বোধি? সৃজিতার ওপর অভিমান কমবে তার? এখন কি কান্ড সে ঘটায়, এর তো ওপরওয়ালাই জানে!