‘ক্যাটারিং আছে তোর…?’ অঙ্কুশের খুফিয়া ব্যবসার কথা ফাঁস করলেন মিঠুন-শুভশ্রী!

বাড়ি গিয়ে এসব করে ও… বন্ধুর কারচুপি ফাঁস করলেন শুভশ্রী?

zee bangla, ankush hazra, shubhashree ganguly, mithun chakraborty
অঙ্কুশের আবার ব্যবসাও আছে?

অভিনয় না করলে শেষে এই কাজ করেন অঙ্কুশ! সকলের সামনেই সত্যিটা ধরে ফেললেন মিঠুন এবং শুভশ্রী। আর নীরব থেকেই তাতে সায় দিলেন তিনি? ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে আবারও এক নতুন সত্যির উদঘাটন।

অঙ্কুশ রয়েছেন সঞ্চালনার দায়িত্বে, তাঁর মানেই নিয়ম করেই হাসি ঠাট্টা লেগেই রয়েছে। শুধু তাই নয়! প্রতিদিন কাউকে না কাউকে উদ্দেশ্য করে মজা করে থাকেন তিনি। আর পাঁচজন হিরোর মত একেবারেই নয় অঙ্কুশ। বরং ভীষণ সাদামাটা এবং সকলের সঙ্গেই চরম মজা করতে ভালবাসেন। সেইভেবেই, এবার নিশানায় এক খুদে প্রতিযোগী। কিন্তু শেষমেশ প্রসঙ্গ উঠল অঙ্কুশকে নিয়েই। শুটিং সেরে বাড়ি গিয়ে কী করেন অঙ্কুশ? জানেন, বাতলে দিলেন বন্ধু শুভশ্রী।

নিছক অভিনয় করেই সিঙ্গাড়া বানাতে ব্যস্ত অঙ্কুশ। একদম আলু ছুলে, ময়দার লেচি বানিয়ে পটাপট অভিনয় করে দেখিয়ে দিলেন। এদিকে অঙ্কুশের এহেন কান্ড দেখে অবাক মিঠুন চক্রবর্তী এবং বাকিরা। অভ্যাস মা থাকলে এত তাড়াতাড়ি সিঙ্গাড়া বানানো সম্ভব? সোজা অঙ্কুশের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন তিনি। “তুই কি অবসরে ক্যাটারিং এর ব্যবসা করিস”? তাঁর এই প্রশ্ন শুনে থ অঙ্কুশ। কোনও উত্তরই যেন মাথায় আসছে না অভিনেতার। হাসি চেপে কিছু বলতে যাবেন, ওমন সময়ই শুভশ্রী বলে উঠলেন, “আসলে কি বলো তো, ও বাড়ি গিয়ে ঘরবাড়ি ঝাড়ু দেয়। বাসন মাঝে, ওর এসব অভ্যাস আছে”!

এদিকে, বয়সে মহাগুরু হলেও মজা করতে এক পাও পিছিয়ে নেই মিঠুন চক্রবর্তী। তিনিও বলে বসলেন, “সত্যিই! প্রাকটিস না হলে এমন হয় না”। তবে, অঙ্কুশের মুখে একটুও রাগ নেই। বরং নিজেও দিব্য উপভোগ করেছেন গোটা বিষয়। এখন ড্যান্স বাংলা ড্যান্স ছাড়াও আগামী ছবি লাভ ম্যারেজ নিয়ে খুব ব্যস্ত তিনি। এছাড়াও আগামীতে নানান সিরিজে তাঁকে দেখা যেতে চলেছে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Ankush hazra having a side business shubhashree and mithun gave answers

Next Story
আর দেরি নয়, সামনেই গাঁটছড়া বাঁধবেন উদয়-অনামিকা! বিয়ের তারিখটি কবে?
Exit mobile version