/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/anubhab.jpg)
Anubhab News- প্রেমে ভাসছেন অনুভব? ছবি-ইনস্টা
Didi No One: ছেলে যখন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা তখন মহিলা অনুরাগী হওয়া খুব স্বাভাবিক। কিন্তু তাই বলে, মেয়ের নারী প্রেমের কথা এভাবে প্রকাশ্যে বলবেন? তাও আবার হয় নাকি? ক্ষোভের মুখে অনুভব কাঞ্জিলাল ( Anubhab Kanjilal ) এবং তাঁর মা।
অভিনেতা বর্তমানে মিলি ( Zee Bangla Mili ) ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়াও ওয়েব সিরিজের জগতেও তাঁর বেশ আনাগোনা রয়েছে। তাঁর মহিলা অনুরাগী নেহাত কম নয়। অনেকেই তাঁকে সম্পূর্ণা সিরিজে দেখার পর থেকেই তাঁর প্রেমে মশগুল। তবে, এবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে যা বললেন তার মা..নেহাতই চমকে যেতে হয়।
তাঁর মা প্রকাশ্যে বললেন, ওর প্রেমিকা মাঝেমধ্যেই বদলায়। মাস কিংবা বছর পাল্টাতেই থাকে। এখন যে আছে, তাঁর কথা বলতে না করেছে। তবে, আমার মনে হয় এও থাকবে না। ও বলেছে, আমি শাহরুখের মত। কিন্তু, আমি বললাম যে শাহরুখ এমন না! তখন বলে, তাহলে সলমন খান। এটুকু শুনেই হেসে উঠল গোটা ফ্লোর। রচনার কথায়, অনুভব বেশ রঙিন মানুষ।
কিন্তু, অনুভবের মা আরও বললেন, যেদিন কাজ করে না সেদিন খায় দায়, গিটার বাজিয়ে গান গায়, আর মেয়েরা চলে আসে। কিন্তু, মায়ের মুখে ছেলের কথা শুনে রেগে আগুন নেটপাড়া। মা হয়ে, কীভাবে একথা বলতে পারেন তিনি? তাও, আবার এহেন গল্প মা গর্বের সঙ্গে বলছেন? তার বিন্দুমাত্র কোনও লজ্জা নেই? সোজা সাপটা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখলেন।
কেউ কেউ তো এমনও বললেন, এরা নিজেদের কী ভাবে, সেটাই ভাবছি। আবার কেউ বললেন, মায়েরা কতটা গর্বিত হয় সেটাই দেখছি।