Advertisment
Presenting Partner
Desktop GIF

Anupama Serial Death: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাঙালি টেকনিশিয়ানের, 'খুনের মামলা দায়ের হোক...', শুটিং ফ্লোরের মর্মান্তিক ঘটনায় উঠছে প্রশ্ন

Camera Person Died: অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (এআইসিডব্লিউএ) সভাপতি সুরেশ গুপ্তা সেটে পর্যাপ্ত সুরক্ষা সতর্কতা অবলম্বন না করার জন্য প্রযোজক এবং চ্যানেলের সমালোচনা করেছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupama serial death

Anupama Camera Person Death: ভয়ঙ্কর ঘটনা অনুপমার সেটে...

স্টার প্লাসের শো অনুপমার শুটিংয়ে গত ১৪ নভেম্বর সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বিনীত কুমার মণ্ডলের। ক্যামেরা অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করা ৩২ বছর বয়সী ওই সদস্য ঘটনার সময় ডিউটিতে ছিলেন। কিন্তু ফ্লোরে, এমন মর্মান্তিক টনা কীভাবে ঘটল... 

Advertisment

অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের (এআইসিডব্লিউএ) সভাপতি সুরেশ গুপ্তা সেটে পর্যাপ্ত সুরক্ষা সতর্কতা অবলম্বন না করার জন্য প্রযোজক এবং চ্যানেলের সমালোচনা করেছেন। সুরেশ বলেন, "অনুপমার শুটিং চলছে কয়েক বছর ধরে। তবে ১৪ নভেম্বর শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আমাদের এক কর্মী, বিনীত কুমার মণ্ডল (৩২), যিনি ক্যামেরা অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করতেন।" 

সুরেশ প্রযোজক এবং চ্যানেলের বিরুদ্ধে ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন এবং দাবি করেছেন, "চ্যানেল, প্রযোজক এবং প্রযোজনা সংস্থা বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করছে। ভুল খবর ছড়ানো হয়েছিল। এই জাতীয় ঘটনাগুলি সেটে প্রতিবার ঘটতে থাকে এবং শ্রমিকরা বৈদ্যুতিক শকের মাধ্যমে বা সেট ফায়ারের কারণে মারা যান। এটি ঘটে কারণ প্রোডাকশন হাউস এবং চ্যানেলগুলি কয়েক পয়সা বাঁচানোর জন্য পর্যাপ্ত সুরক্ষা সতর্কতা সরবরাহ করে না।" 

তিনি আরও বলেন, "তারগুলি অনাবৃত থাকে যা মারাত্মক হয়ে ওঠে। তবে এই লোকেরা ক্রু কর্মীদের কীটপতঙ্গ হিসাবে দেখে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি সরকারি কর্তৃপক্ষকে অনুরোধ করছি, অনুপমার নির্মাতা এবং ফিল্ম সিটির আধিকারিকদের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করা হোক। ফিল্ম সিটির সব কর্তৃপক্ষও সেটে গাফিলতির কথা জানলেও কোনও ব্যবস্থা নেয় না। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দেওয়া হোক এবং তদন্ত হওয়া উচিত।" 

স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি অনুপমা। শুধু তাই নয়, এই সিরিয়ালের মাধ্যমে রুপালি গাঙ্গুলি ফের একবার দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই ফ্লোরে এমন ঘটনা যেন ভাবতেই পারছেন না কেউ। 

Tollywood Television star Hindi Television Television
Advertisment