সূর্য দীপার এক এমন জুটি, যেটি টেলি দুনিয়ায় সুপারহিট! বেঙ্গল টপার এই সিরিয়ালের জুটিকে নিয়ে মাঝেমধ্যে নানা আলোচনা লেগেই থাকে। শুধু তাই নয়, সূর্য দীপার মধ্যে যত দ্বন্দ্ব সবটাই যেন সিরিয়ালের ইউএসপি, এমনটাই বলেন দর্শকরা।
Advertisment
এরমধ্যেই সিরিয়ালে এন্ট্রি নিয়েছেন অর্জুন চক্রবর্তী। এতদিন সূর্যর জীবনে মিশকার অভাব ছিল যে আবার দীপার জীবনে অর্জুন? যদিও, মিশকা যা কান্ড কীর্তি না ঘটিয়েছে একথা অনেকের অজানা। খলনায়িকা হোক তো আইসা... অনেকেই এমন বলে থাকেন। কিন্তু, মিশকা কেন সূর্য দীপাকে এক দেখতে চায় না? কিসের এত সমস্যা?
অভিনেত্রী অহনা অর্থাৎ মিশকা প্রকাশ্য স্টেজেই জানালেন আসল কারণ। অহনা সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, মিশকা কেন সূর্য দীপাকে একসঙ্গে হতে দিই না কেন? সূর্য তো আমার প্রিয় বন্ধু? তাঁর পেছনে আমি সবসময় কেন? ও তো আমার প্রিয় বন্ধু! আমি ওকে ভালবাসি, কী করব বলুন তো? বিয়ে হলে তো আর ভালবাসা মরে যায় না? এটা তো সম্ভব না। ওর বিয়ে হয়ে গিয়েছে সেটা ওর প্রবলেম। তাতে আমার ভালবাসা কমবে কেন? এটাই তো স্বাভাবিক।
প্রসঙ্গত, সিরিয়ালে কত কান্ড না হয়। কিন্তু, পর্দার বাইরে দীপা এবং মিশকার যা বন্ধুত্ব সেটা কিন্তু চোখে পড়ার মত। তাদের একে ওপরের প্রতি যে ভালোবাসা সেটা অস্বীকার করা যায় না। আবার, পর্দায় তাদের যে কোন্দল সেটাও অনেকের চোখেই পরে।
যদিও, এই সিরিয়ালের গল্প এখন অন্যদিকে মোড় নিতে চলেছে। অর্জুনের এন্ট্রি দীপার জীবনে হাসি ফোটাবে এটা তো খুব স্বাভাবিক। এমনিও, অর্জুন খুব আশাবাদী এই সিরিয়াল নিয়ে। দীর্ঘদিন পর, তিনি এই সিরিয়ালে জুড়েছেন। আদৌ দীপার জীবনে তিনি বদল আনতে পারেন কিনা এটাই দেখার।