/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/apa.jpg)
Aparajita- কী বলছেন অপরাজিতা?
Aparajita auddy Birthday: খবরদার! ওর সঙ্গে মিশবি না... অপরাজিতা অধ্য ঠিক যতটা ভাল অভিনেত্রী, তাঁর থেকে বেশি তিনি দুষ্টু ছিলেন একসময়। হেন কাজ নেই, যে তিনি করেননি। এমনকি প্রেম করিয়ে দেওয়ার কাজ পর্যন্ত করেছিলেন।
একসময়, ছোট থাকতে ভয়ঙ্কর সব কান্ড কারখানা করতেন তিনি। স্কুলের অন্যান্য পড়ুয়ার বাবা মায়েরা তাঁদের সাবধান করতেন যে, আর যাই কর! অপরাজিতার সঙ্গে মিশবি না। কিন্তু কেন? কী এমন করতেন তিনি? একবার অপুর সংসারে এসেই সেই কথা খোলসা করতে গিয়ে প্রথমেই বললেন, মিশতে না করতেন কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে বলে। তারপর আর তাঁর হাসি থামায় কে। অপা আরও বললেন...
"আসলে আমি এবং আমার এক বন্ধু রাত্রি দুজনে মিলে যা করতাম, তারপর অভিভাবকরা আর কীই বা বলতেন। মনে আছে, একবার হয়তো এক্সপায়ার কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোনও গাড়ি যাচ্ছে। আমরা দুজন সেটা তুলে নয় দৌড়। পেটের খেয়াল নেই, কিছু নেই। আমরা গলি দিয়ে দৌড়াচ্ছি। খালাসি পিছু পিছু দৌড়াচ্ছে। তারপর ধরো, কাউকে প্রেম করানো। সেটাও করেছি আমরা। সেইজন্য কত কান্ড যে হয়েছে।"
আরও পড়ুন - আমি বিশ্বাস করি হাঁটতে যে পারে সে নাচতেও পারে : অপরাজিতা আঢ্য
"কাউকে হয়তো বলতাম যে আমার দাদা ফাঁকা আছে, প্রেম করবি? এমন কত লোকজনকে যে প্রেম করিয়েছি। একবার তো, আরেকটি বন্ধুর প্রেম করানোর ক্ষেত্রে তাঁর বাবা স্কুল যাওয়া বন্ধ করে দিলেন। ছাড়িয়ে অন্য স্কুলে পাঠিয়ে দিলেন। এসব ভেবে চিনতেই তারপর তারা মেয়েদের বলতেন, আমাদের সঙ্গে মিশতে না।"
প্রসঙ্গত, যেমন অভিনেত্রী হিসেবে তাঁর খ্যাতি তেমনই মানুষ হিসেবেও অপরাজিতার তুলনা হয় না। সর্বদা হাসিমুখের মানুষটি এক মিনিট বসে থাকেন না। একের পর এক কাজ করে চলেছেন। সিনেমা হোক কিংবা সিরিয়াল, অপরাজিতা নিজের খেয়ালেই মত্ত। তাঁকে, দেখা যাচ্ছে জল থই থই ভালবাসায়। আবার, মানসী সিনহার পরিচালনায় তাঁকে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় এর সঙ্গে জুটি বাঁধতে।